এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনে জয়লাভের জন্য মন্দিরে পুজো দিলেন অনুব্রত মন্ডল ও লকেট চট্টোপাধ্যায় ! চললো চাপানউতোর

নির্বাচনে জয়লাভের জন্য মন্দিরে পুজো দিলেন অনুব্রত মন্ডল ও লকেট চট্টোপাধ্যায় ! চললো চাপানউতোর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তীব্র হয়ে উঠেছে শাসক- বিরোধী তরজা। এবার পুজো দেওয়াকে কেন্দ্র করেও শুরু হলো দুদলের পারস্পরিক তরজা। আগামী বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূলের সাফল্য লাভের উদ্দেশ্যে মা তারার কাছে প্রার্থনা জানালেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। গতকাল বৃহস্পতিবার আসন্ন বিধানসভা নির্বাচনে ২২০ -২৩০ টি আসন লাভের প্রার্থনা জানিয়ে তারাপীঠে পুজো দিলেন অনুব্রত মণ্ডল। এরপর বীরভূম জেলার ফুল্লোরা মন্দিরে আগামী নির্বাচনে বিজেপির সাফল্য কামনায় প্রার্থনা করলেন লকেট চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত মা তারা ও মা ফুল্লোরা এক দেবীরই দুই রূপ। এখন দেবী কার প্রার্থনা রাখবেন? কার প্রার্থনা ফেলবেন? তা দেবীই জানেন। গতকাল তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার সময় ২২০ থেকে ২৩০ টি আসনের প্রার্থনা জানান অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন যে, মা যদি তার প্রার্থনা শোনেন, তবে আগামী বছরের কালীপূজার সময়ে মাকে ৩০০ ভরি সোনায় সাজিয়ে দেবেন তিনি। তিনি আরও প্রার্থনা করেছেন যে, বীরভূম জেলায় তৃণমূল যেন ১১ টি আসনেই জয়লাভ করতে পারে।

পূজা দেবার পর অনুব্রত মণ্ডল জানালেন যে, ২২০ থেকে ২৩০ টি আসনের জন্য মা তারার কাছে তিনি প্রার্থনা জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে, দল থেকে অনেকে বেরিয়ে পড়েছেন। তবে মনে রাখতে হবে কর্মীরা নেতা তৈরি করেন, নেতারা কখনোই কর্মী তৈরি করেন না। এরপর লাভপুরে ফুল্লরা মন্দিরে পূজা দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের প্রার্থনা করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর তিনি কটাক্ষ করলেন অনুব্রত মণ্ডলকে। তিনি জানান যে, অনুব্রত মণ্ডল যতই তারাপীঠে পুজো দিন, তাঁর পাপের বোঝা পূর্ণ হয়ে গেছে। শাস্তি পেতেই হবে তাঁকে। লকেট চট্টোপাধ্যায় এই মন্তব্য করার পর তার পাল্টা জবাব দিলেন অনুব্রত মন্ডল। তিনি জানালেন যে, বিজেপি যতই পুজো করুক, বিজেপি কখনোই ভগবানের আশীর্বাদ পাবে না।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে দাবি করেছিলেন যে, বিজেপির পক্ষ থেকে অনুব্রত মণ্ডলকে ফোন করে তার সঙ্গে আলোচনায় বসতে চাইছে বিজেপি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে, দিল্লি থেকে ফোন করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। সামান্যতম সৌজন্যবোধও রাখে নি বিজেপি। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, কে কাকে ফোন করেছেন? সে বিষয়ে তিনি কিছু জানেন না। কিন্তু অনুব্রত মণ্ডলের মত ডাকাত, মস্তান, গুন্ডাদের কোনদিন স্থান হবে না বিজেপিতে।

আজ, শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অনুব্রত মণ্ডলের প্রতি প্রশ্ন করেছেন যে, কোন দলের জন্য তিনি ২০০ – ২৩০ টি আসন চাইছেন? বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্য শোনার পর গণমাধ্যমের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, তবে কি অনুব্রত মণ্ডলকে বিজেপিতে নেবার চলছে? এর উত্তরে তিনি জানিয়েছেন, ” কে দলে জায়গা পাবে – পাবে না, আমি একা ঠিক করার কে! তবে এত লোকের জায়গা হচ্ছে, এক কোনায় ওঁর জায়গা হবে না? ”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!