এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আগামী বিধানসভায় কত আসন পেতে পারে তৃনমূল? সামনে এল বড়সড় দাবি, সংখ্যা শুনে চমকাবেন আপনিও!

আগামী বিধানসভায় কত আসন পেতে পারে তৃনমূল? সামনে এল বড়সড় দাবি, সংখ্যা শুনে চমকাবেন আপনিও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রত্যেকের মনেই এখন একটাই প্রশ্ন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা কারা দখল করবে! মূলত এবার দুই রাজনৈতিক দলের মধ্যে প্রধান লড়াই হতে চলেছে। একদিকে রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে খাতায়-কলমে না হলেও রাজ্যের প্রধান বিরোধী শক্তি ভারতীয় জনতা পার্টি। দিনকে দিন এই দুই রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে নানা রণকৌশল সাজাতে শুরু করেছে। গত লোকসভা নির্বাচনে প্রাক্তন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের পরিকল্পনায় বিজেপি বাংলায় ব্যাপক সাফল্য পেয়েছে। আর সামনে বিধানসভা নির্বাচন।

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করা তার প্রধান লক্ষ্য বলে জানিয়ে দিয়েছেন সেই মুকুল রায়। আর এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি থাকতে থাকতেই তৃণমূল কত আসন পাবে, তা জানিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। সূত্রের খবর, সোমবার ঢোলাহাটের মিলন মোড়ের পাশের মাঠে মথুরাপুর জেলা বিজেপির পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় সহ অন্যান্যরা।

আর সেই অনুষ্ঠানেই তৃণমূল আগামী বিধানসভা নির্বাচনে 100 টি আসন পাবে কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন মুকুলবাবু। স্বভাবতই মুকুল রায়ের বক্তব্যে এখন নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।এদিন এই সভায় উপস্থিত হয়ে মুকুল রায় বলেন, “একুশের নির্বাচনে তৃণমূল রাজ্যে 100 টি আসন পাবে কিনা, সন্দেহ রয়েছে‌। গত 10 বছরে রাজ্য কোনো কর্মসংস্থান হয়নি। বিজেপি রাজ্য ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ে তুলবে।”

তবে মুকুল রায় যখন একথা বলছেন, তখন তার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, “মুকুলবাবু কি গণৎকার হয়েছেন! এক সময় উনি বিজেপি সম্পর্কে যে সমস্ত মন্তব্য করতেন, সেগুলো একটু মনে করে বলুন। তাহলে ওনার, আমাদের এবং বিজেপির সকলেরই ভালো লাগবে।” অর্থাৎ অতীতে যখন মুকুল রায় তৃণমূল কংগ্রেসের সৈনিক ছিলেন, তখন তিনি বিজেপি সম্পর্কে যে সমস্ত মন্তব্য করেছেন, এদিন সেই কথা তুলে ধরে পাল্টা মুকুলবাবুর বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে দেওয়ার চেষ্টা করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব‌।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজ্যে শাসক-বিরোধী তরজা ক্রমশ বাড়তে শুরু করেছে। এদিকে এদিনের এই সভা থেকে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় তৃণমূলকে চালচোরের সরকার বলে কটাক্ষ করেন। এদিকে ভাইপো বলে কয়লা পাচার গরু পাচার এবং সোনা পাচারের অভিযোগ করেন কৈলাসবাবু। স্বাভাবিকভাবেই তার মন্তব্যে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে। যদিও বা কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্যেরও পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে তৃণমূলের মন্ত্রী তাপস রায় বলেন, “প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ করা আদালত গ্রাহ্য অপরাধ। বিজেপি শাসিত রাজ্যে তাদের বিরুদ্ধে দুর্নীতি এবং সন্ত্রাসের অভিযোগ উঠছে প্রতিনিয়ত। কৈলাস বিজয়বর্গীয়র ছেলের বিরুদ্ধে একজনকে ব্যাট দিয়ে মারার অভিযোগ উঠেছিল। পিএম কেয়ার তহবিল নিয়ে প্রশ্ন আছে। কৈলাসবাবু বরং এই বিষয়গুলোর জবাব দিন।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি বেগতিক হতে শুরু করেছে। যেভাবে তৃণমূলের অস্বস্তি প্রতিনিয়ত বাড়িয়ে দিচ্ছেন বিজেপি নেতারা, তাতে কিছুটা হলেও চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এবার মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্য ধরে ধরে তার জবাব দিতে দেখা গেল তৃণমূলের তাপস রায়কে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে কার্যত শাসক-বিরোধী তরজায় জমে উঠেছে বঙ্গ রাজনীতি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!