এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশজুড়ে হুহু করে বাড়ছে সংক্ৰমণ! তার মাঝেই করোনা টিকার বড়সড় সুখবর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

দেশজুড়ে হুহু করে বাড়ছে সংক্ৰমণ! তার মাঝেই করোনা টিকার বড়সড় সুখবর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট করোনার প্রতিষেধক আবিষ্কার নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছে সাধারণ মানুষ। দেশজুড়ে এমনিতেই করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থায় দেশের মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এদিন কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক থেকে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই মিলতে চলেছে করোনার ভ্যাকসিন ভারতে। এখনো পর্যন্ত ভারতে একাধিক করোনার টিকা নিয়ে গবেষণা চলছে। আর সেই সূত্র ধরেই এদিন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, আর মাত্র কয়েক মাসের অপেক্ষা।

তারপরেই আসতে চলেছে করোনার টিকা। একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, করোনার প্রতিষেধক হিসেবে একটি নয়, একাধিক টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে দেশজুড়ে। এদিন কেন্দ্রীয় বৈঠক থেকে ডাক্তার হর্ষবর্ধন জানিয়েছেন, দেশের বিশেষজ্ঞ গোষ্ঠীরা ইতিমধ্যেই ভারতজুড়ে কিভাবে করোনার টিকার যোগান দেওয়া যায়, তা নিয়ে অবিরত আলোচনা চালাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রীর কথায় জানা গেছে, বর্তমানে দেশজুড়ে চারটি করোনা ভাইরাস টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের অগ্রবর্তী পর্যায়ে রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাস্থ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, করোনার একটি টীকা 2021 এর প্রথম দিকে পাওয়া যেতে পারে। তবে গত রবিবার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভারতের কয়েক কোটি জনসাধারণের জন্য শুধুমাত্র একটি প্রকার টিকা যথেষ্ট নয়। আর সমগ্র ভারতবাসী যাতে এই টিকার আওতায় আসতে পারে, সেজন্য একাধিক টিকা আসতে চলেছে ভারতের বাজারে। অন্যদিকে জানা গেছে, আমেরিকার পর করোনায় ভারতই হল দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ। অবশ্য মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত দেশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিদিনের হিসেবে 60 হাজারের নিচে নামায় মিলেছে স্বস্তি।

এখনো পর্যন্ত দেশজুড়ে সংক্রামিতের সংখ্যা 7175880। একইসাথে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও ছাড়িয়েছে 62 লাখ। অন্যদিকে জানা গেছে, ভারতে করোনার টিকা প্রস্তুত করতে ইতিমধ্যেই ভারত বায়োটেক, সেরাম ইনস্টিটিউট সহ বিভিন্ন সংস্থা কাজ চালিয়ে যাচ্ছে। তার মধ্যেই আইসিএমআর এর সহায়তায় ভারত বায়োটেকের করোনা টিকা মানবদেহের ক্লিনিকাল ট্রায়াল পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। তবে কয়েকটি সংস্থার টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে শুরু হয়েও বন্ধ হয়ে গিয়েছে। সাধারণ মানুষ করোনার কারণে দীর্ঘদিন ধরে আতঙ্কিত অবস্থায় ঘরবন্দী জীবন কাটাচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা স্বাভাবিকভাবেই ভারতের জনসাধারণকে আশার আলো দেখিয়েছে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!