এখন পড়ছেন
হোম > জাতীয় > আগামী বছরের শুরু থেকেই হতে চলেছে দেশের পাঁচটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট

আগামী বছরের শুরু থেকেই হতে চলেছে দেশের পাঁচটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের কারণে সঠিক সময়ে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন হবে কিনা, তা নিয়ে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছিল। তবে কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে বিহার বিধানসভার নির্বাচন। সেদিক থেকে এই বিধানসভা নির্বাচন সমস্ত স্বাস্থ্যবিধি মেনে সুসম্পন্ন করায় পরবর্তী সময় কালে যে রাজ্যের বিধানসভার ভোট হওয়ার কথা, সেই সময়ই তা হবে বলে দাবি করেছিলেন সকলে।

সূত্রের খবর, আগামী বছরের শুরুর দিকেই দেশের পাঁচটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে যে সমস্ত রাজ্যে আগামী দিনে বিধানসভা নির্বাচন হবে, সেই সমস্ত রাজ্যের বর্তমান অবস্থা কি রয়েছে, একবার তা দেখে নেব আমরা। বস্তুত, 2021 সালের এপ্রিল মাসে ভোট হওয়ার কথা রয়েছে অসম রাজ্যে। বর্তমানে সেখানে বিজেপি সরকার রয়েছে। একইভাবে 2016 সালের নির্বাচনে জয়লাভ করে কেরলে সরকার গড়েছিল এলডিএফ। 2021 সালে এই রাজ্যেরও বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে 234 আসন বিশিষ্ট তামিলনাডু বিধানসভায় আগামী বছরের মে মাসে ভোট হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও 2021 এ হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীরের মত এলাকাতেও আগামী 2021 এ নির্বাচন হবে। স্বভাবতই নতুন বছর পড়তে না পড়তেই যেভাবে একাধিক রাজ্যে নির্বাচনের দামামা বাঁধবে, তাতে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, যে সমস্ত রাজ্যে এই নির্বাচন হবে, প্রায় প্রতি জায়গাই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস রয়েছে। কেউ কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। নতুন করে যেমন ক্ষমতা দখল করতে উদ্যোগী শাসকপক্ষ, ঠিক তেমনই শাসক দলকে হারিয়ে কুর্সি দখল করতে মরিয়া বিরোধীরা। আর এই পরিস্থিতিতে একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন আগামী 2021 সালে হতে পারে বলেই মনে করা হচ্ছে।

করোনা ভাইরাস থাকা সত্ত্বেও যেভাবে কিছুদিন আগে বিহার বিধানসভার নির্বাচন সম্পন্ন ভাবে অনুষ্ঠিত হল, তাতে এই সমস্ত রাজ্যের নির্বাচন সঠিক সময়েই অনুষ্ঠিত হবে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে নির্বাচন সম্পন্ন হওয়ার পর এই সমস্ত রাজ্যে পরিবর্তন হয়, নাকি পুনর্বার ক্ষমতা দখল করে বর্তমান শাসকদল, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!