এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আগামী ছয় মাস তৃণমূলে জায়গা নেই” দলবদলুদের দিয়ে বড় সিদ্ধান্ত!

“আগামী ছয় মাস তৃণমূলে জায়গা নেই” দলবদলুদের দিয়ে বড় সিদ্ধান্ত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃণমূল নেতা-কর্মীদের প্রত্যাশা মতই রাজ্যে ক্ষমতা দখল করেছে ঘাসফুল শিবির। আর তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করার পর থেকেই বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যাওয়া নেতা-নেত্রীরা তৃণমূলের ফেরার ইচ্ছা প্রকাশ করতে শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুগত সোনালী গুহ থেকে শুরু করে সরলা মুর্মু, এমনকি উত্তর দিনাজপুরের অমল আচার্য্যের মত নেতা-নেত্রীরা ইতিমধ্যেই বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে গিয়েছেন।

গতকাল থেকেই এই প্রবণতা সামনে আসতে শুরু করেছিল। যেখানে সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করে তাদের দলে নেওয়ার কাতর আর্জি জানিয়েছিলেন। সেদিক থেকে এই পরিস্থিতিতে ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই সমস্ত নেতা-নেত্রীদের আবার গ্রহণ করার ব্যাপারে তৃণমূল কি সিদ্ধান্ত গ্রহণ করে, তার দিকে নজর ছিল গোটা রাজনৈতিক মহলের। দলের তরফ থেকে মুখপাত্র কুনাল ঘোষ জানিয়ে দিয়েছিলেন, এখনও এই ব্যাপারে দল কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

অবশেষে এই ব্যাপারে তৃণমূলের অবস্থান জানা গেল। যেখানে দমদমের প্রবীণ তৃনমূল সাংসদ সৌগত রায় জানিয়ে দিলেন, দলবদলকারীদের আর কোনোমতেই গ্রহণ করবে না তৃনমূল কংগ্রেস। স্বাভাবিক ভাবেই দলে ফিরতে চেয়ে নেতা কর্মীরা আবেদন করলেও, এবার যে এই ব্যাপারে অত্যন্ত কঠোর ঘাসফুল শিবির, তা সৌগতবাবুর মন্তব্যের মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গেল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বস্তুত, সোনালীদেবী থেকে শুরু করে সরলাদেবী সকলেই অপেক্ষা করছিলেন, এই ব্যাপারে দলের পক্ষ থেকে কি সিদ্ধান্ত জানানো হয়। বিজেপিতে গিয়ে তারা সম্মান পাননি এবং তাদের কাজ করতে দেওয়া হয়নি বলে সরব হয়েছিলেন এই সমস্ত নেত্রীরা। এমনকি জল ছাড়া মাছ যেমন বাঁচতে পারে না, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তিনিও বাঁচতে পারবেন না বলে তৃণমূল নেত্রীর কাছে চিঠি লিখে আবেদন করেছিলেন সোনালী গুহ।

অনেকে আবার এটাও বলেছিলেন, ক্ষমতায় জয়লাভ করার পর নেত্রী অন্য দলে যাওয়া সকলকে স্বাগত জানিয়েছেন। তাই তিনি আবার আবেদন করা এই সমস্ত নেতা-নেত্রীদের নিজেদের দলে ফিরিয়ে নেবেন। স্বাভাবিক ভাবেই গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছিল। আর এই পরিস্থিতিতে নিজেদের কড়া অবস্থানের কথা জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “দলবদলকারীদের তৃণমূলে কোনো জায়গা নেই। আগামী ছয় মাস তৃণমূল তাদের কোনোভাবেই গ্রহন করবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই দলের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর এখন ঘাসফুল শিবিরে যোগদান করার ইচ্ছা প্রকাশ করা নেতা-নেত্রীরা যে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেলেন, তা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ তারা বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছেন বলে যেমন জানিয়ে দিলেন, ঠিক তেমনই তৃণমূলের ফেরার ইচ্ছা প্রকাশ করলেও তাদের জন্য যে আপাতত তৃণমূলের দরজা বন্ধ, তা কার্যত পরিষ্কার হয়ে গেল। তবে দল এই কঠোর অবস্থান গ্রহণ করায় তৃণমূলের অনেক নেতা-কর্মীরা তাকে স্বাগত জানাতে শুরু করেছেন।

অনেকে বলছেন, এর আগে অনেক নেতা নেত্রী অন্য দলে গিয়ে পরবর্তীতে আবার তৃণমূলে ফিরে এসেছেন। এক্ষেত্রে তাদের নেওয়ার ব্যাপারে দল কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেনি। কিন্তু এবার বিজেপিতে সঙ্গে লড়াইটা খুব একটা সহজ ছিল না। আর সেই লড়াইয়ের আগেই দল ছেড়ে বিজেপিতে যোগদান করতে শুরু করেছিলেন অনেক নেতা নেত্রী।

তাই তাদের যাতে কোনোভাবেই গ্রহণ করা না হয়, তার জন্য দলের কাছে আবেদন করা হয়েছিল। শেষ পর্যন্ত দল এই ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করায়, পরবর্তীতে যারা দলবদলের মত সিদ্ধান্ত নেবেন বলে মনস্থির করেছিলেন, তারা দলের অনুশাসনের বার্তা পেয়ে গেলেন বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!