এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আগামী দিনে কি আরও ভাঙবে বিজেপি ? নেতাজি ইন্ডোরে জল্পনা বাড়ালেন মমতা !

আগামী দিনে কি আরও ভাঙবে বিজেপি ? নেতাজি ইন্ডোরে জল্পনা বাড়ালেন মমতা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি ছেড়ে অনেক বিধায়ক থেকে শুরু করে হেভিওয়েট নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে শুরু করেছেন। আগামী দিনে আরও অনেকে তৃণমূলে যোগ দিতে পারেন বলে এতদিন দাবি করেছিলেন তৃণমূলের অনেক নেতা-নেত্রীরা। কিন্তু এবার রাখঢাক না করেই সেই ব্যাপারে বড় ইঙ্গিত দিয়ে রাখলে তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সাংগঠনিক নির্বাচনী সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে সাত থেকে আটজন বিজেপি বিধায়ক তৃণমূলে আসতে চায় বলে জানিয়ে দিলেন তিনি। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই নানা মহলে তৈরি হয়েছে জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন তৃণমূলের সাংগঠনিক নির্বাচন অনুষ্ঠিত হয়। আর সেখানেই দলনেত্রী হিসেবে নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে আগামী দিনে যে বিজেপিতে বড়সড় ভাঙ্গন ধরতে চলেছেহ সেই ব্যাপারে ইঙ্গিত দেন তৃণমূল নেত্রী। এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি আজকেই শুনছিলাম, বিজেপির 7 থেকে 8 জন বিধায়ক আমাদের দিকে আসতে চায়। আসতেই পারে, একসাথে কাজ করতে চাইলে কোনো ক্ষতি নেই‌। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, কাউকে জোর করে নেব না। জোর করে কিছু করব না।” স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে নানা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাহলে কি এবার বিজেপিতে আবার ভাঙ্গন ধরতে চলেছে! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!