এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আগামী দিনে রাজ্যের ক্ষমতায় কে আসবে? প্রথম দফা ভোটের মাঝেই মমতা দিলেন বড়সড় আশ্বাস

আগামী দিনে রাজ্যের ক্ষমতায় কে আসবে? প্রথম দফা ভোটের মাঝেই মমতা দিলেন বড়সড় আশ্বাস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ রাজ্য জুড়ে চলছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচন ঘিরে সকাল থেকে উত্তেজিত রাজ্য রাজনীতি। কখনো তৃণমূলের দিকে অভিযোগ উঠছে হামলা চালানোর, কখনো বিজেপির দিকে অভিযোগ উঠছে ভোটদাতাদের ভয় দেখানোর। একই সাথে অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর দিকে ভোটদাতাদের প্রভাবিত করার কারণে আবার কোথাও শোনা যাচ্ছে, ইভিএম বিজেপির ভোট মেশিন হিসেবে কাজ করছে। এরইমধ্যে আবার নতুন খবর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরের কর্মীকে ফোন করে তৃণমূলে ডাকছেন। সবমিলিয়ে রাজ্য রাজনীতি আজকে উত্তাল হয়ে উঠেছে।

কিন্তু পিংলাতে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, রাজ্যের প্রথম দফা ভোটের উত্তেজনা তাঁকে ছুঁতে পারেনি বলেই মনে করা হচ্ছে। রীতিমতো কড়া ভাষায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পিংলার নির্বাচনী জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বুঝিয়ে দিয়েছেন, এবারের নির্বাচনে সরকার গড়বে একমাত্র তৃণমূল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, প্রথম দফার ভোটে বিজেপির দফারফা হবে। পাশাপাশি তিনি নন্দীগ্রামের অধিকারী পরিবারকেও ছেড়ে কথা বলেননি নির্বাচনী জনসভায়। শনিবার রাজ্যের 30 টি আসনে ভোটগ্রহণ চলছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় আগামী দিনের ভোটের জন্য প্রচার চলছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একদিকে যখন প্রথম দফার ভোট হচ্ছে, তখন অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি নির্বাচনী জনসভা সেরে ফেললেন। সেরকমই একটি জনসভা ছিল আজ পিংলাতে। পিংলা সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে অশান্তি ছড়ানোর। তিনি জানিয়েছেন, মানুষকে বিজেপি ভয় দেখাচ্ছে। কারণ ওরা নিজেদের হার নিশ্চিত জেনেই এরকম অবস্থার সৃষ্টি করেছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের অধিকারী পরিবারকে একহাত নেন পিংলার সভা থেকে। রাতের অন্ধকারে নন্দীগ্রামে টাকা বিলি এবং বহিরাগত গুন্ডা ঢোকানোর অভিযোগে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল।

তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ সমর্থন করে পারদ আরও চড়ালেন বলে দাবী ওয়াকিবহাল মহলের। একইসাথে মমতা ব্যানার্জ্জী জানান, অধিকারী পরিবার বিজেপির হয়ে কাজ করছে। তিনি আগে এটা বোঝেননি। সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে প্রথম দফার ভোট অত্যন্ত উত্তেজনাময় হয়ে রইল। একই সাথে যেভাবে সকাল থেকে অশান্তি দেখা যাচ্ছে রাজ্যের ভোট কেন্দ্রগুলোতে, তাই নিয়ে কমিশনের কাছে দফায় দফায় নালিশ জানিয়েছে তৃণমূল। এর পাশাপাশি নির্বাচন কমিশন এ রাজ্যে আসার পর থেকেই ঘোষণা করেছিল এবারের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণভাবে হবে। ক্রমশ সে কথা প্রহসনে পরিণত হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। সামনে আরও সাত দফা ভোট, নজর থাকবে সেদিকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!