এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ‘আগামী দিনে শুভেন্দু এবং দিলীপ ঘোষ সরকার চালাবে’ শুভেন্দুর কথায় বিজেপির মুখ্যমন্ত্রী মুখ নিয়ে জল্পনা!

‘আগামী দিনে শুভেন্দু এবং দিলীপ ঘোষ সরকার চালাবে’ শুভেন্দুর কথায় বিজেপির মুখ্যমন্ত্রী মুখ নিয়ে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছরের ডিসেম্বর মাসে ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তিনি। আর তারপর থেকেই নানা মহলে গুঞ্জন তৈরি হয়েছিল, শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট ব্যক্তি বিজেপিতে নাম লেখানোর পেছনে নিশ্চয়ই কোনো শর্ত দিয়েছেন। অর্থাৎ আগামী দিনে বিজেপির সরকার আসলে তাকে বড়সড় কোনো জায়গা দেওয়া হতে পারে বলে নানা মহলের তরফে দাবি করা হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী বা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার জানিয়ে দেওয়া হয়েছে, তারা সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল। তাদের দলে আগে থেকে সব কিছু ঠিক হয় না।

এদিকে নির্বাচনের সময় যতই এগিয়ে এসেছে, ততই বিজেপির মুখ্যমন্ত্রী মুখ কে, তা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে এবার আগামী দিনে বিজেপি সরকার আসলে কারা সরকার চালাবে তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, নন্দীগ্রামের বিজেপির প্রার্থী। যেখানে তিনি এবং দিলীপ ঘোষ আগামীদিনে সরকার চালাবেন বলে জানিয়ে দিতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে। আর শুভেন্দুবাবুর এই বক্তব্যকে কেন্দ্র করেই এখন রীতিমত ঝড় উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন নিজের নির্বাচনী জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, “আপনারা দেখছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কিভাবে আমাকে সমাদর করছেন। আগামী দিনে যে সরকার হবে, সেই সরকার বালুমাটি শুভেন্দু আর লালমাটির দিলীপ ঘোষ চালাবেন।” আর এখানেই প্রশ্ন, তাহলে কি বিজেপি সরকার হলে শুভেন্দু অধিকারী বড়সড় কোনো জায়গা পাচ্ছেন!

এতদিন তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর একাংশ দাবি করেছিলেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদ পাওয়ার জন্য গেরুয়া শিবিরে যোগদান করছেন। আর এদিন তার এই মন্তব্যের পর সেই জল্পনা আরও বাড়তে শুরু করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের মতে, শুভেন্দু অধিকারী এই কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে, আগামী দিনে বিজেপি সরকার হলে তিনি এবং দিলীপ ঘোষ হবেন সেই সরকারের চালিকাশক্তি। অনেকে বলছেন, শুভেন্দুবাবু এই কথা বলে তার বিধানসভা কেন্দ্রের মানুষের মন জয়ের চেষ্টা করলেন। এক্ষেত্রে ভোটের আগে এই কথা বলে তিনি বুঝিয়ে দিলেন, বিজেপি সরকারে তিনি মূল চালিকাশক্তি জায়গায় থাকলে নন্দীগ্রামের মানুষ অনেকটাই তার সুফল পাবেন।

তবে নির্বাচনের আগে বিজেপি সরকারের চালিকা শক্তি নিয়ে নিজেকে এবং দিলীপ ঘোষকে যেভাবে তুলে ধরলেন শুভেন্দু অধিকারী, এখন তা নিয়ে চর্চা ক্রমশ বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!