এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আগামী একমাস গুরুত্বপূর্ণ? তৃণমূলকে কবে কবে বসতে হবে ডিজাস্টার মিটিংয়ে? ফাঁস করলেন দিলীপ

আগামী একমাস গুরুত্বপূর্ণ? তৃণমূলকে কবে কবে বসতে হবে ডিজাস্টার মিটিংয়ে? ফাঁস করলেন দিলীপ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে ক্রমাগত তৃণমূলে ভাঙ্গন ধরতে শুরু করেছে। ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন মিহির গোস্বামীর মত বর্ষীয়ান তৃণমূল বিধায়ক। পাশাপাশি দলের অন্দরে একের পর এক জনপ্রতিনিধিরা বিক্ষুব্ধ হতে শুরু করেছেন। তাই এই পরিস্থিতিতে কিছুটা হলেও উজ্জীবিত ভারতীয় জনতা পার্টি। সকলেই আশঙ্কা করছেন, খুব তাড়াতাড়ি শুভেন্দু অধিকারী দলত্যাগ করতে পারেন। আর তিনি দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন বলে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, এদিন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করায় বিজেপির রাজ্য সভাপতি। যেখানে তিনি বলেন, “যে দল ছেড়ে এমপি, এমএলএ মন্ত্রীরা চলে যায়, সেই পার্টিটার আছেটা কি! একমাস পরে দেখবেন, এই পার্টিটা বলে কিছু থাকবে না। আমরা আগেই বলেছি, অনেক এমএলএ আছে, জয়েন করবেন। সবে শুরু হয়েছে। মাসখানেকের মধ্যে আরও অনেক কিছু ঘটনা ঘটবে।” স্বাভাবিকভাবেই তৃণমূল যখন তাদের দলে ভাঙন নিয়ে চিন্তিত, ঠিক তখনই দিলীপ ঘোষের এই মন্তব্য তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে দিল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, সাম্প্রতিককালে তৃনমূলের কাছে সব থেকে বড় ধাক্কার কারণ দলের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর মন্ত্রী পদ থেকে ইস্তফা। সকলে আশঙ্কা করছেন, যদি শুভেন্দু অধিকারী দল ত্যাগ করেন, তাহলে তৃণমূলে বড় ভাঙ্গন ধরতে শুরু করবে। যাকে আটকানো কার্যত অসম্ভব বলেই দাবি সকলের। আর এই পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারী কোথায় যাবেন, কি করবেন, তা এখনও অজানা। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী মন্ত্রীপদ ছাড়ার পর কালীঘাটের বাড়িতে দলের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সেই ব্যাপারে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। বিজেপির রাজ্য সভাপতি বলেন, “তৃণমূল সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টে পুরোপুরি ফেল। কিন্তু পার্টিতে যে ডিজাস্টার শুরু হয়েছে, তা নিয়ে দিদিমনি খুব ব্যস্ত রয়েছেন। দলের ডিজাস্টার নিয়ে মিটিং এখন প্রতি সপ্তাহে হবে। প্রতিদিনও হতে পারে।” অর্থাৎ একদিকে রাজ্য সরকারের ব্যর্থতার কথা যেমন তুলে ধরলেন বিজেপির রাজ্য সভাপতি, ঠিক তেমনই দল সামলাতেও যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ব্যর্থ, তাও নিজের বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন তিনি বলে দাবি বিশ্লেষকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের আশঙ্কা যখন বৃদ্ধি পাচ্ছে, তখন দিলীপ ঘোষের এই মন্তব্য যে তাদের অনেকটাই চাপে রাখতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। এদিকে দিলীপ ঘোষ আগামী দিনে তৃণমূলে থেকে অনেকেই বিজেপিতে যোগ দেবেন বলে দাবি করেছেন। মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন, “একটা দল ক্ষমতায় আছে সেই পরিস্থিতিতে যদি কোনো সাংসদ, বিধায়ক চলে যান, তাহলে সেখান থেকে পদত্যাগ করা উচিত। যাদের প্রতি দলের এমপিদের ভরসা নেই, সাধারণ মানুষ তাদের উপর কিভাবে ভরসা করবে!”

এদিকে বিজেপি নেতা কর্মীদের প্রতি মুহূর্তে হেনস্থা করার নিয়েও সরব হন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “বিজেপি ক্ষমতায় নেই। প্রশাসন কেসের ওপর কেস দিচ্ছে। তার পরেও যদি মানুষ বিজেপিতে যোগ দেয়, তাহলে বলা যায় তৃণমূল পার্টিটা শেষ হয়ে গিয়েছে। বিজেপিতে আদর্শ কিংবা সম্মানের জন্য নেতা থেকে সাধারণ মানুষ সকলে যোগদান করছেন।”

অর্থ্যাৎ বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজ্য সরকারের ব্যর্থতার পাশাপাশি এবার তৃণমূলের ভাঙ্গার নিয়ে শাসক দলের ওপর চাপ বাড়াতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এদিন দিলীপ ঘোষের মন্তব্য থেকে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দালীপবাবু যেভাবে আগামী দিনে তৃনমূলে ভাঙ্গন ধরবে বলে দাবি করলেন, তাতে শাসকদলের অস্বস্তি এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছয়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!