এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আগামীকালই কটকের উদ্দেশ্যে মমতা, আহতদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ!

আগামীকালই কটকের উদ্দেশ্যে মমতা, আহতদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার পরেই সেইখানে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই দুর্ঘটনায় বাংলার প্রচুর মানুষ মারা গিয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও বেশি মানুষ। তাই ওড়িশার কটকে যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের পাশে দাঁড়াতে আগামীকালই কটক যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, এদিন ওড়িশার দুর্ঘটনায় মৃত চার ব্যক্তিকে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বড় ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ওড়িশার কটকে আমার 53 জন মানুষ ভর্তি রয়েছেন। তার মধ্যে 30 জন মানুষের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাই তাদেরকে দেখতে আমি আগামীকাল কটকে যাচ্ছি। আমার সঙ্গে রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য যাচ্ছেন। আমরা দায়িত্ব ভাগ করে নেব।”

একাংশ বলছেন, ভয়াবহ রেল দুর্ঘটনায় বাংলার প্রচুর মানুষের প্রাণ গিয়েছে। কারণ সেই করমন্ডল এক্সপ্রেস করে বাংলার প্রচুর মানুষ যাতায়াত করেন। অনেকে আহত অবস্থায় ভর্তি রয়েছে হাসপাতালে। তাই তাদের পাশে দাঁড়াতে আগামীকাল কটকের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!