এখন পড়ছেন
হোম > জাতীয় > আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে মাত দিতে বিশেষ পরিকল্পনা প্রশান্ত কিশোরের, দিল্লির সিংহাসনে কে?

আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে মাত দিতে বিশেষ পরিকল্পনা প্রশান্ত কিশোরের, দিল্লির সিংহাসনে কে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দেশের ১৫ টি বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। এই বৈঠকের আগেই তাঁর সঙ্গে বৈঠক করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। দুবার বৈঠকের পরও প্রশান্ত কিশোর জানান, তিনি মনে করছেন সাম্প্রতিক পরিস্থিতিতে তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট করে বিজেপিকে চ্যালেঞ্জ জানানো যাবে না। তৃতীয় ফ্রন্টের মডেল পুরনো হয়ে গেছে। তিনি আরও জানালেন, দুদিনের বৈঠকে তাঁরা আলোচনা করেছেন যে, বিভিন্ন রাজ্যে কিভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করা যাবে? তবে তৃতীয় ফ্রন্ট তৈরির কথা ভাবছেন না তাঁরা।

সম্প্রতি, শরদ পাওয়ারের সঙ্গে দুবার বৈঠক করেছেন প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের পরামর্শ অনুযায়ী কংগ্রেসকে বাদ দিয়ে জাতীয় ও আঞ্চলিক দলগুলোকে নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে এনসিপি। তার পূর্বে শরদ পাওয়ারের সঙ্গে এই বৈঠকে যোগদান করেছেন প্রশান্ত কিশোর। তিনি জানিয়েছেন, দুবার বৈঠক করেছেন তিনি শরদ পাওয়ারের সঙ্গে। এই বৈঠকে তাঁরা আলোচনা করেছেন যে, কিভাবে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করা যাবে? ২০২৪ এর নির্বাচনের পরিকল্পনা তৈরি করার চেষ্টা করছেন তাঁরা। তবে তৃতীয় ফ্রন্ট বা চতুর্থ ফ্রন্ট গঠন করে কোন কাজ হবে না বলেই, মনে করছেন পিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে তৃণমূলের হয়ে কাজ করবেন প্রশান্ত কিশোর আগামী ২০২৬ সাল পর্যন্ত। অনেকে মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা, মুকুল রায়কে দলে ফেরানো, এর পেছনে প্রশান্ত কিশোরের পরিকল্পনা রয়েছে। এনেকে এটাও মনে করছেন যে, আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ মডেলকে কাজে লাগাতে পারেন প্রশান্ত কিশোর। বিরোধীদের ঐক্যবদ্ধ করার প্রয়োজনের কথা বলেছেন তিনি।

তিনি জানিয়েছেন, দেশের সর্বত্র বিরোধী রাজনৈতিক শক্তিগুলির একক হিসেবে লড়াই করে বিজেপিকে রোধ করা সম্ভব হবে না। যে দল যে রাজ্যে শক্তিশালী, সেই রাজ্যে সেই দলকে বিজেপির সঙ্গে একক লড়াই করাবার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের মতো বিরোধী শক্তিগুলিকে এক জায়গায় করা সম্ভব হলেই ২০২৪ এর লোকসভা নির্বাচনে পরিবর্তন আনতে সক্ষম হতে পারে বিরোধী শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!