এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আগামী নির্বাচনে বিজেপি বিরোধী দলের মর্যাদাও পাবে না” বিস্ফোরক শোভন!

“আগামী নির্বাচনে বিজেপি বিরোধী দলের মর্যাদাও পাবে না” বিস্ফোরক শোভন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে আর কয়েকটা দিন বাকি। তারপরই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। ইতিমধ্যেই সেই নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল থেকে বিজেপি প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মত করে কর্মসূচি শুরু করে দিয়েছে। মাঝেমধ্যেই রাজ্যে এসে তৃণমূল কংগ্রেসকে সরাতে বিজেপির কেন্দ্রীয় নেতারা নানা কর্মসূচি করতে শুরু করছেন। আর এই পরিস্থিতিতে একদিকে দলে ভাঙন এবং অন্যদিকে বিজেপি নেতৃত্বের আগমনে ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসক দল তৃণমূল কংগ্রেসের।

তবে বিজেপির পক্ষ থেকে যতই চেষ্টা করা হোক না কেন, আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল তো দূরের কথা, বিজেপি বিরোধী দলের মর্যাদাটুকুও পাবে না বলে দাবি করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের এই প্রবীণ নেতার মুখ থেকে এই ধরনের মন্তব্য প্রকাশ্যে আসায় এখন রীতিমত গুঞ্জন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, মঙ্গলবার ডেবরায় 132/33 কেভিএ গ্যাস ইনসুলেটর বিদ্যুতের সাব স্টেশনের উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর সেই অনুষ্ঠানের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে আত্মপ্রত্যয়ী দাবি করতে দেখা যায় তাকে। এদিন এই প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “ওদের নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা বারবার এসে ঘুরে যান। কিন্তু কোনো লাভ হবে না। ওদের চেয়ে বাংলার প্রতি ভালোবাসা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বেশি, সেই ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না।লোকসভা ভোটে নরেন্দ্র মোদী ওদের মুখ ছিলেন‌। তাই ভালো ফল হয়েছিল। কিন্তু লোকসভার সঙ্গে বিধানসভার অনেক ফারাক আছে। এখানে ওদের কোনো মুখ নেই। আমাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা বলছে, ভোটের পর মুখ্যমন্ত্রী ঠিক হবে। কিন্তু ওদের আর তা করতে হবে না। বিরোধী দলনেতা ঠিক করতে হবে। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী দলের মর্যাদাও পাবে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, শোভনদেব চট্টোপাধ্যায়ের মত প্রবীণ নেতা তথা রাজ্যের মন্ত্রী এই ধরনের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিজেপি এখন প্রাণপণ চেষ্টা করছে, রাজ্যের ক্ষমতা দখল করার এবং জনসাধারণের মনে জায়গা করে নেওয়ার। কিন্তু সেদিক থেকে বিজেপি বিরোধী দলের মর্যাদাটুকু পাবে না বলে যে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের এই প্রবীণ মন্ত্রী, তাতে রীতিমত আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

একাংশের মতে, মুখে শোভন দেব চট্টোপাধ্যায় যে কথাই বলুন না কেন, এবার এই লড়াই যে তাদের কাছে অত্যন্ত কঠিন, তা ভেতরে ভেতরে স্বীকার করে নিচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। একদিকে দলের হেভিওয়েট নেতারা বিজেপিতে যোগদান করতে শুরু করেছেন, যার ফলে অস্বস্তি বাড়ছে ঘাসফুল শিবিরের। তাই এই পরিস্থিতিতে দলের নীচুতলার কর্মী-সমর্থকরা যাতে কোনোভাবেই ভেঙে না পড়ে, তার জন্য বিভিন্ন সভা সমিতি থেকে আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে বলে দাবি করতে দেখা যাচ্ছে শাসক দলের নেতাদের।

আর সেই রকমই সরকারি কর্মসূচিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিরোধী দলের ক্ষমতা দখল করতে পারবে না বলে মন্তব্য করে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শোভনদেব চট্টোপাধ্যায়ের মত অভিজ্ঞ এবং প্রবীণ নেতা এই ধরনের কথা বললেও, তার এই কথা বাস্তবের সঙ্গে কতটা মিল খায়, তা ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে বলে দাবি করছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!