এখন পড়ছেন
হোম > জাতীয় > আগামী নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বিশেষ নির্দেশ কমিশনের

আগামী নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের বিশেষ নির্দেশ কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বছর মোট পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম হলো উত্তর প্রদেশ, এছাড়াও রয়েছে গোয়া, মনিপুর,পাঞ্জাব, উত্তরাখন্ড। এগুলির মধ্যে উত্তর প্রদেশের বিধানসভার মেয়াদ আগামী বছরের মে মাসে শেষ হতে চলেছে। অন্যান্য রাজ্যগুলির মেয়াদ আগামী বছরের মার্চ মাসে শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে আগামী বছর যাতে সুষ্ঠুভাবে রাজ্যগুলিতে ভোট নেওয়া সম্ভব হয়। সে বিষয়ে লক্ষ্য রেখেই এই রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নির্বাচন কমিশনের ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হলো।

এদিকে করোনা সংক্রমনের মধ্যে বিহার ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সঠিকভাবে করোনা বিধি, তথা স্বাস্থ্যবিধি মানা হয়নি বলে, অভিযোগ উঠেছে, যারফলে বিতর্কের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। তাই এবার বাড়তি সতর্কতা নেবার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দেশে করোনা এখনো দূর হয়নি, তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সুষ্ঠুভাবে যাতে ভোটের আয়োজন করা যায়, সে ব্যাপারে লক্ষ্য রেখে আলোচনা চলে এই বৈঠকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভোটগ্রহণ কেন্দ্রে ভোটারদের ন্যূনতম সুবিধা দেওয়া, সহজে যাতে নতুন ভোটারদের নাম রেজিস্ট্রেশন করা যায়, সে বিষয়েও আলোচনা চলে। আবার ভোটার তালিকা সংশোধন করা, বৈদ্যুতিন ভোট দানের ব্যবস্থা করা, ট্রেইল মেশিনের ব্যবস্থা করা, প্রবীণ নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা ইত্যাদি নিয়েও আলোচনা চলছে এই বৈঠকে। এর সঙ্গে সঙ্গেই রাজ্যগুলির ভোটের প্রস্তুতি, রাজ্যগুলোর আইন-শৃঙ্খলার পরিস্থিতির কথাও জানতে চাওয়া হয়েছিল বৈঠকে।

এই রাজ্যগুলিতে ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে একাধিক রাজনৈতিক দল। কিছু কিছু রাজ্যে প্রচারের কাজও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে আগামী বছর যাতে সুষ্ঠুভাবে ভোটের আয়োজন করা যায়, সে বিষয়ে বৈঠকে আলোচনা চলে। করোনা সংক্রমণকালে ভোট নেওয়ার ফলে, যাতে সংক্রমণ বৃদ্ধি না পায়, নির্বাচন কমিশনকে যাতে বিতর্কের মুখে পড়তে না হয়, সে বিষয়ে একাধিক আলোচনা চলছে এই বৈঠকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!