এখন পড়ছেন
হোম > জাতীয় > আগামী সোমবার থেকে রাজধানীর বুকচিরে ছুটতে চলেছে চালকবিহীন মেট্রো, যে অশ্বমেধের ঘোড়া ছোটাবেন প্রধানমন্ত্রী স্বয়ং

আগামী সোমবার থেকে রাজধানীর বুকচিরে ছুটতে চলেছে চালকবিহীন মেট্রো, যে অশ্বমেধের ঘোড়া ছোটাবেন প্রধানমন্ত্রী স্বয়ং


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার দেশের মাটিতে যাত্রীদের নিয়ে তীব্র গতিতে ছুটতে চলেছে চালক বিহীন মেট্রো। যাত্রীদের নিয়ে তীব্র গতিতে চলবে এই নয়া মেট্রো। অন্যান্য কিছু দেশে সম্প্রতি এই ধরনের মেট্রো থাকলেও, দেশের কাছে এটি একেবারেই নতুন। এবার রাজধানী দিল্লিতে শুরু হতে চলেছে এমন এক মেট্রো পরিষেবা আগামী সোমবার থেকে। যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দিল্লিতে প্রথম শুরু হতে চলেছে চালকহীন মেট্রো পরিষেবা। স্বয়ংক্রিয় এই মেট্রো ট্রেন দিল্লির জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত দীর্ঘ ৩৭ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে, যাত্রীদের সঙ্গে নিয়ে। দেশের মধ্যে এটিই হবে প্রথম চালকহীন মেট্রো তথা রেল পরিষেবা। গতকাল বৃহস্পতিবার দিল্লি মেট্রোর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

দিল্লি মেট্রোর পক্ষ থেকে এক বিশেষ নির্দেশিকায় জানানো হয়েছে “ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩৭ কিলোমিটার দীর্ঘ ম্যাজেন্টা লাইন (জনকপুরী পশ্চিম থেকে বোটানিকাল গার্ডেন) -এ দেশের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় চালকবিহীন ট্রেন চলাচলের সূচনা করবেন এবং ভ্রমণের জন্য সম্পূর্ণ কার্যকরভাবে সর্বভারতীয় স্তরে প্রচলিত গতিশীলতা কার্ড (এনসিএমসি) চালু করবেন। ২২ ডিসেম্বর থেকে এই কার্ডের বিনিময়ে ২৩ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর এক্সপ্রেস লাইনে (নয়াদিল্লি থেকে দ্বারকা সেক্টর ২১) যাতায়াত করা যাবে। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বয়ংক্রিয় মেট্রো ট্রেন পরিষেবা চালু করার পাশাপাশি করোনা সংক্রমনের কারণে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করল দিল্লি মেট্রো। দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত টোকেন বিক্রি বন্ধ রেখেছে। নগদ হীন পদ্ধতির ব্যাপারে জোর দিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নগদ হীন পদ্ধতি ব্যবহারে জনগণকে উৎসাহ দেয়া হচ্ছে মেট্রোরেল এর পক্ষ থেকে।

প্রসঙ্গত, প্রাচীনত্বের দিক থেকে দিল্লি মেট্রো দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। ১৯৮৪ সালে কলকাতা মেট্রোর পথ চলা শুরু হবার পর ২০০২ সালে শুরু হয়েছিল দিল্লি মেট্রো রেল পরিষেবা। ২০০২ সালে বড়দিনের দিনে দিল্লির শাহদারা থেকে তিস হাজারি পর্যন্ত পর্যন্ত মাত্র ৬ টি স্টেশন নিয়ে যাত্রা শুরু করেছিল দিল্লি মেট্রো। সে সময় তাঁর যাত্রাপথ ছিল মাত্র ৪,২ কিমি। এই পরিষেবার উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।

সম্প্রতি, মেট্রো পরিষেবাতে ভারতের বৃহত্তম হলো দিল্লি মেট্রো পরিষেবা। এখন দিল্লি মেট্রো পরিষেবার অন্তর্গত ২৪২ টি স্টেশন। ১০ টি লাইন রয়েছে দিল্লি মেট্রোর। প্রতিদিন ২৬ লক্ষেরও বেশি যাত্রী এই পরিষেবা ব্যবহার করছেন। দিল্লি মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, চালকবিহীন মেট্রো ম্যাজেন্টা লাইন ও পিঙ্ক লাইনে চলাচল করবে। দিল্লি মেট্রোর তৃতীয় পর্বের অংশ হিসেবে চালু করা হচ্ছে এই স্বয়ংক্রিয় মেট্রো রেল পরিষেবা। যা হতে চলেছে দেশের নতুন শিরোপা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!