এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আগামী সপ্তাহেই ভাগ্য নির্ধারণ মুকুলের ! বিধায়ক পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত !

আগামী সপ্তাহেই ভাগ্য নির্ধারণ মুকুলের ! বিধায়ক পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বিজেপির টিকিটে কৃষ্ণনগরের উত্তর কেন্দ্র থেকে  জয়ী হয়েছিলেন মুকুল রায় তবে নির্বাচনে জয়লাভ করার পর তিনি তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন করেন।  আর তারপরে তিনি পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হন।  যদিও মুকুল রায়ের বিজেপি থেকে জেতার পর তৃণমূলে যোগদান নিয়ে তার বিধায়ক পদ  খারিজের দাবিতে স্পিকারের কাছে দ্বারস্থ হয়েছিল বিরোধী দলের দলনেতা শুভেন্দু অধিকারী।

তবে শুভেন্দু অধিকারীর এই দাবিকে একেবারে নস্যাৎ করে দিয়ে বিধানসভার স্পিকার জানিয়েছিলেন যে বিজিপি তে এখনো রয়েছেন মুকুল রায় তাই তার পদ খারিজ করা হচ্ছে না এই মুহূর্তে ।  আর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে  কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি  । আদালতের পক্ষ থেকে স্পিকারকে তাঁর সিদ্ধান্ত পূনর্বিবেচনার নির্দেশ দেওয়া হলে আগামী ১১ই মে রয়েছে শুনানি ।

সূত্রের খবর আগামী ১১ ই মে এ বিষয়ে তিনি তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে অনুমান করা হচ্ছে । তবে আবার এও জানা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে যে সমস্ত তথ্য ও প্রমান  স্পিকারের কাছে দেওয়া হয়েছে সেই তথ্য-প্রমাণে কারো স্বাক্ষর পাওয়া যায়নি বলে  জানানো হয়েছে স্পিকারের দফতরের পক্ষ থেকে । তবে এখন দেখার বিষয় আগামী ১১ ই মে স্পিকার কি সিদ্ধান্তে উপনীত হন এবং আগামী ১১ই মে থকেই কি বিধায়ক পদ থেকে সরে দঁড়াতে হবে মুকুল রায়কে না আবারো  নতুন কোনো দিক উঠে আসে  সেদিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!