আগামীকাল গুরুত্বপূর্ণ বৈঠক তৃণমূলের! কি হতে চলেছে ভবিষ্যতের রণনীতি? জেনে নিন! তৃণমূল রাজনীতি রাজ্য November 28, 2021 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় তৃতীয়বার ক্ষমতা দখল করার পরেই এখন সর্বভারতীয় রাজনীতিতে বেশি মনোযোগী হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন রাজ্যে সংগঠন গড়ার কাজ শুরু করে দিয়েছে তারা। ইতিমধ্যেই ত্রিপুরার পৌরসভা নির্বাচনে তৃণমূল খুব একটা ভালো ফল না করলেও, এই প্রথম তারা একটি আসনে জয়লাভ করেছে। স্বাভাবিক ভাবেই আগামী দিনে কিভাবে ত্রিপুরায় রণনীতি তৈরি করবে ঘাসফুল শিবির, তার দিকে তাকিয়ে রয়েছেন সকলে। পাশাপাশি সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে আগামী দিনে তৃণমূলের কি ভূমিকা হবে, তা নিয়ে যথেষ্ট কৌতূহলী বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে আগামীকাল অর্থাৎ সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, আগামীকাল দলের বেশ কিছু সাংসদ এবং শীর্ষস্তরের নেতা-নেত্রীদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একাংশ বলছেন, ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস জোরকদমে আগামী দিনে এগিয়ে যেতে চাইছে। আর সেই কারণেই হয়ত বা বড় কোনো পরিকল্পনা এই বৈঠক থেকে নেওয়া হতে পারে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পাশাপাশি যে সমস্ত রাজ্যে তৃণমূল সংগঠন গড়ার কাজে মনোযোগী হয়েছে, সেখানে তাদের স্ট্যান্ড পয়েন্ট কী হবে, তা নিয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। স্বভাবতই সর্বভারতীয় স্তরে একধাপ এগিয়ে যেতে আগামীকাল তৃণমূল শীর্ষ নেতৃত্বের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -