এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘আগে চা বেচতেন, এখন স্টেশন বেচছেন।’ মোদিকে তীব্র কটাক্ষএই নেতার !

‘আগে চা বেচতেন, এখন স্টেশন বেচছেন।’ মোদিকে তীব্র কটাক্ষএই নেতার !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রেলকে বেসরকারিকরণ করে দেওবার সিদ্ধান্ত ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলো বিজেপির বিরুদ্ধে সরব হতে শুরু করেছে। আর এবার এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বলা বাহুল্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত জীবন ভীষণ লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছে বলেই শোনা যায়। যেখানে জীবনের প্রথমার্ধে তিনি চা বিক্রি করতেন বলে জানা যায় বিভিন্ন সূত্রে। তবে এবার রেলের বেসরকারিকরণ করে দেওয়ার মুহূর্তে সেই কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বিরুদ্ধে স্টেশন বিক্রি করে দেওয়ার অভিযোগ করে সরব হলেন বিজেপির দুঃসময়ের বন্ধু কে চন্দ্রশেখর রাও। যার জেরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে জাতীয় রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেন, “নরেন্দ্র মোদী তথা বিজেপি সরকার মানুষের পক্ষে কাজ করছে না। গত সাড়ে ছয় বছরে তাদের সাফল্য বলে কিছু নেই। কোনো কাজ করেনি। উল্টে নিজেদের ভুয়ো অপপ্রচার দিয়ে দেশকে আরও পেছনের দিকে ঠেলে দিয়েছে। সোশ্যাল মিডিয়াকে অ্যান্টি সোশ্যাল মিডিয়া হিসেবে প্রচার করছে বিজেপি। ওদের কিছু বলার নেই। তাই পাকিস্তান, কাশ্মীর, পুলওয়ামা এসব বলে মানুষকে ভুল বোঝাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

আর এর পরেই টি আরএস সুপ্রিমো বলেন, “আগে চা বেচত। এখন স্টেশন বেচছেন। যে রেল বছরের পর বছর লক্ষ লক্ষ মানুষকে রোজগার দেয়, সেই রেলের বেসরকারিকরণের প্রয়োজন কি?” একাংশ বলছেন, যখন যখন বিজেপি সংসদে বিপদে পড়েছে, তখন সেখানে মুশকিল আসান হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এই টিআরএস। কিন্তু এবার হঠাৎ করেই সেই টিআরএস প্রধানের বিজেপি সরকারকে কটাক্ষ নিঃসন্দেহে বিজেপির কাছে চাপের কারণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, এমনিতেই বিরোধীরা রেলের বেসরকারিকরণ সহ বিভিন্ন ইস্যুতে বিজেপিকে চাপে রাখতে শুরু করেছে। প্রায়শই কেন্দ্রের মোদী সরকারকে কাঠ গড়ায় তুলছে তারা। আর এই পরিস্থিতিতে মোদি সরকারের বন্ধু দল যেভাবে নানা ইস্যুতে প্রধানমন্ত্রী এবং বিজেপি সরকারকে কটাক্ষ করল, তাতে গেরুয়া শিবির অনেকটাই বেকায়দায় পড়ে গেল। এখন নিজেদের বন্ধু দলের এই বিরোধিতাকে কিভাবে সামাল দেয় ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!