এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘আগে ছিলাম তৃণমূলের ল্যাম্পপোস্ট, পাঁচ বছর স্বাধীনভাবে কাজ করব’ প্রচারের শেষ লগ্নে বিস্ফোরক শুভেন্দু!

‘আগে ছিলাম তৃণমূলের ল্যাম্পপোস্ট, পাঁচ বছর স্বাধীনভাবে কাজ করব’ প্রচারের শেষ লগ্নে বিস্ফোরক শুভেন্দু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছরের 19 ডিসেম্বর অমিত শাহের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির পতাকা নিজের হাতে তুলে নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপর থেকেই বিভিন্ন সভা সমিতিতে তৃণমূলের বিরুদ্ধে গর্জন ছাড়তে দেখা গেছে তাকে। বর্তমানে তিনি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। আগামী পয়লা এপ্রিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচন। শেষ মুহূর্তের প্রচার কার্যত জমে উঠেছে।

একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হুইলচেয়ারে করে জনসংযোগ থেকে শুরু করে বিভিন্ন সভা সমিতি থেকে অধিকারী পরিবারকে কটাক্ষ করছেন, তখন পাল্টা তার জবাব দিচ্ছেন তারই প্রাক্তন সৈনিক তথা বর্তমান প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী। এবার ফের ল্যাম্পপোস্টের কথা তুলে ধরে নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন অধিকারী পরিবারের মেজো ছেলে।

সূত্রের খবর, সোমবার নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আগে ছিলাম তৃণমূলের ল্যাম্পপোস্ট। কিন্তু আপনারা বলতেন, ঠিক লোক ভুল জায়গায় রয়েছে। এখন তো সবকিছু পাল্টে নিয়েছি। এখন আমি বিজেপিতে। আগামী পাঁচ বছর স্বাধীনভাবে কাজ করব।” অর্থাৎ প্রচারের শেষ লগ্নে শুভেন্দু অধিকারী নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসকে এই মন্তব্যের মধ্য দিয়ে কার্যত কড়া ভাষায় আক্রমণ করলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বারবার বিজেপিতে যোগ দেওয়ার পর অভিযোগ করেছেন, তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। আর প্রচারের শেষ লগ্নে সেই কথা তুলে ধরে আরও একবার নিজের প্রাক্তন দলকে কটাক্ষ করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী যখন প্রতিপক্ষ শিবিরের হয়েছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী। স্বাভাবিকভাবেই নন্দীগ্রামের লড়াই যে এবার দেখার মত হবে, তা বলার অপেক্ষা রাখে না। দুই হেভিওয়েট নেতা নেত্রীর লড়াইয়ে শেষ পর্যন্তকে শেষ হাসি হাসবে, তা নজরকাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে।

আর এই পরিস্থিতিতে প্রচারের ময়দান কাঁপিয়ে তুলতে মরিয়া সব পক্ষ। তবে এতদিন তৃণমূল কংগ্রেসে থাকা শুভেন্দু অধিকারী বিজেপির টিকিটে দাঁড়িয়ে শেষ মুহূর্তে প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে ঘাসফুল শিবিরকে আরও কোণঠাসা করে দেওয়ার সুকৌশলী পদক্ষেপ গ্রহণ করলেন। তবে শেষ মুহূর্তে শুভেন্দু অধিকারীর এই ধরনের বক্তব্য খন্ডন করতে তৃণমূল পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!