এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আগেরবার সামলেছি, এবারেও সামলাবো” করোনা আটকাতে বড় পদক্ষেপ মমতার!

“আগেরবার সামলেছি, এবারেও সামলাবো” করোনা আটকাতে বড় পদক্ষেপ মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক বছর আগেকার করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল রাজ্যে। গোটা রাজ্যে লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছিল যার ফলে মানুষের রুজি-রুটির কার্যত প্রশ্নের মুখে পড়ে যায়। প্রায় এক বছর এই লকডাউনের মধ্যে দিয়ে চলতে হয়েছিল গোটা দেশবাসী তথা রাজ্যবাসীকে‌। কিন্তু এক বছরের সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথেই এবার ফের করোনা পরিস্থিতি মাথাচাড়া দিতে শুরু করেছে রাজ্যে। নির্বাচন চলাকালীন ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস।

আর এই পরিস্থিতিতে করোনা ভাইরাস আটকানোর জন্য রাজ্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীপ্ত কণ্ঠে আত্মপ্রত্যয়ী হয়ে তিনি ঘোষণা করলেন, আগেরবার যেমন করোনা ভাইরাসকে তিনি সামাল দিয়েছেন, এবার তা দমন করতে রাজ্য সরকার যথেষ্ট উদ্যোগী পদক্ষেপ গ্রহণ করবে।

সূত্রের খবর, আজ করোনা ভাইরাস নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “দ্রুত রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে 4500 কোভিড বেড বাড়ানো হবে। মোট 200 টি সেফ হোমের ব্যবস্থা করা হয়েছে। হোটেলগুলোতেও সেফ হোমের পরিকাঠামো তৈরি করা হবে। রাজ্যের 400 টি করোনা অ্যাম্বুলেন্স চালু হতে চলেছে। আগেরবার সামাল দিয়েছি। এবারেও সামাল দেব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়ে মন্তব্য করে বুঝিয়ে দিতে চাইলেন, রাজ্য সরকার এবার করোনা ভাইরাস আটকাতে বদ্ধপরিকর। এক্ষেত্রে দ্বিতীয় ঢেউ আসলেও, রাজ্য সরকার যে তা সামাল দেবে, তা নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলতে শুরু করেছেন, নির্বাচনের কারণে করোনা ভাইরাস বাংলায় আরও বাড়তে শুরু করেছে। বিন্দুমাত্র বিধি না মানার কারণে পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যাচ্ছে।

হাইকোর্ট থেকে শুরু করে নির্বাচন কমিশন, সকলেই আবেদন করছেন, যাতে করোনা বিধি মেনে সকল রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা প্রচার করেন। কিন্তু তা সত্ত্বেও বেশকিছু খামতি চোখে পড়ছে। দিনকে দিন ঊর্ধ্বমুখী হচ্ছে ভাইরাস। আর এই পরিস্থিতিতে যখন তা আয়ত্তের বাইরে বেরিয়ে যেতে শুরু করেছে, তখন রাজ্য সরকার করোনা ভাইরাসকে দমন করতে কি কি ব্যবস্থা গ্রহণ করেছে, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে করোনা ভাইরাসের দ্বিতীয় কেউ আটকাতে রাজ্য প্রশাসন কতটা সক্ষম হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!