এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আঘাত করলে প্রত্যাঘাত করি, লড়াই করব” প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে কড়া মমতা!

“আঘাত করলে প্রত্যাঘাত করি, লড়াই করব” প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে কড়া মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি প্ররোচনামূলক মন্তব্য করার কারণে নির্বাচনী প্রচার থেকে 24 ঘন্টা বিরত থাকার নির্দেশ দেওয়া হয় তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নামতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। শুধু তাই নয়, গান্ধী মূর্তির পাদদেশে ধর্না মঞ্চে থেকে এই গোটা ঘটনার প্রতিবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে প্রচার করতে বারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর বারাসতের সভায় উপস্থিত হয়ে এই ব্যাপারে কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে তিনি কোনোভাবেই ঘরে ঢুকে যাওয়ার লোক নন বলে আঘাতের বদলে প্রত্যাঘাত করার কথা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী।

অর্থ্যাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলে বুঝিয়ে দিলেন, তাকে প্রচার প্রক্রিয়া থেকে বন্ধ রেখে নির্বাচন কমিশন লাভের লাভ কিছুই করতে পারবে না। এক্ষেত্রে তিনি যে তার প্রতিবাদ চালিয়ে যাবেন, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে বারাসাতের সভায় উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে আঘাত করলে আমি প্রত্যাঘাত করি। 72 ঘণ্টার আগে প্রচার বন্ধ। তার আগে আমাকে 24 ঘন্টা প্রচার থেকে সরিয়ে দেওয়া হল। মানে আমাকে প্রচারই করতে দেওয়া হল না। এর বিচার মানুষ করবে। কিন্তু মনে রাখতে হবে, আমি ভয়ে ঘরে ঢুকে যাওয়ার লোক নই। আমি লড়াই করব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকেরা বলছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্ররোচনামূলক মন্তব্যের কারণে তার প্রচারে 24 ঘন্টা স্থগিত রাখা হয়েছিল, তাতে তৃণমূলের একাংশ কার্যত সমস্যায় পড়ে গিয়েছিলেন। যেহেতু তৃণমূলের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তার প্রচারে এভাবে বাধা দিয়ে বিজেপি তৃণমূলকে অনেকটাই চাপে ফেলে দিতে চাইছে বলে অভিযোগ করেছিল ঘাসফুল শিবিরের একাংশ। কিন্তু এতকিছুর পরেও তিনি যে বিন্দুমাত্র পিছু হটবেন না, তা বারাসাতের সভা থেকে বুঝিয়ে দিয়ে দলের নেতাকর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পর্যবেক্ষকদের মতে, 2021 এর বিধানসভা নির্বাচনে সেয়ানে সেয়ানে টক্কর হতে চলেছে রাজ্যে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে কারা রাজ্যের ক্ষমতা দখল করবে, তা ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার আগে কার্যত নজিরবিহীনভাবে প্ররোচনামূলক মন্তব্য করার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে 24 ঘন্টা প্রচার করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আর এই পরিস্থিতিতে নিষেধাজ্ঞা পর্ব পেরোনোর সাথে সাথেই সভায় উপস্থিত হয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!