এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > অগ্নিগর্ভ চোপড়া কাণ্ডের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হলেন হেভিওয়েট বিজেপি নেতা, তীব্র চাঞ্চল্য

অগ্নিগর্ভ চোপড়া কাণ্ডের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হলেন হেভিওয়েট বিজেপি নেতা, তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে ক্রমশ রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এবার চোপড়ার ঘটনায় গ্রেপ্তার হলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি সুরজিত সেন। যে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি একটি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের চোপড়া এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। যে ঘটনার পরেই একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

আর এর পরেই এদিন গ্রেপ্তার করা হয় উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি সুরজিতবাবুকে। জানা গেছে, শনিবার তাকে গ্রেপ্তার করার পর রবিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়। আর সেখানেই পাঁচ দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। সবাই ভাবেই বিজেপির তরফ এ এখন তাদের নেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদে শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রবণতা দেখা দিতে শুরু করেছে। জানা গেছে, এর আগে এই ঘটনায় সুবোধ সরকার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আর তখনই সুবোধবাবুর গোপন জবানবন্দিতে সুরজিৎ সেনের নাম উঠে আসে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এদিন সুরজিতবাবুর বিরুদ্ধে মামলা দায়ের করার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন এই প্রসঙ্গে ইসলামপুর বিধানসভায় বিজেপির পর্যবেক্ষক সৌম্যরুপ মন্ডল বলেন, “চোপড়াকে প্রকৃত দোষীদের পুলিশ গ্রেপ্তার করছে না। ঘটনার সঠিক তদন্ত হোক, এটাই আমাদের দাবি ছিল। এই দাবিতে আমরা শনিবার জেল ভরো আন্দোলন করি। সেই সময় আমাদের 11 জনকে গ্রেফতার করে ইসলামপুর থানায় নিয়ে আসা হয়। আমাদের মধ্যে 10 জনকে বেল বন্ডে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সুরজিৎবাবুকে চোপড়া থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে চোপড়া মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে‌। তৃণমূল কংগ্রেসের অঙ্গুলিহেলনে পুলিশ কাজ করছে। এভাবে বিজেপিকে দুর্বল করা যাবে না।”

তবে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ করা হলেও, যেভাবে চোপড়া কাণ্ডের পরিপ্রেক্ষিতে তাদের নেতাকে গ্রেপ্তার করা হল, তাতে গেরুয়া শিবির অনেকটাই চাপে পড়ল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর জেলা ব্যাপক তোলপাড় সৃষ্টি হতে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!