এখন পড়ছেন
হোম > রাজ্য > অগ্নিমূল্য পেট্রোল-ডিজেলের দাম ! পরিবহন ব্যবস্থায় নতুন পদক্ষেপ রাজ্যের !

অগ্নিমূল্য পেট্রোল-ডিজেলের দাম ! পরিবহন ব্যবস্থায় নতুন পদক্ষেপ রাজ্যের !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দিনের পর দিন লাগামহীন ভাবে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেল ও গ্যাসের দাম ফলে দেশের সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ে চলেছে ক্রমাগত । কেননা পেট্রোল-ডিজেলের ওপরই নির্ভর করে সমস্ত কিছুর দামের ওঠানামা করে । এই পেট্রোল-ডিজেলের উপরে নির্ভর করে পরিবহন ক্ষেত্রেও বিশেষ প্রভাব পড়ে । ব্যবসায়িক পরিবহন থেকে শুরু করে সাধারণ মানুষের  চলাচলের ক্ষেত্রেও একই প্রভাব লক্ষ্য করা যায় ।

প্রতিনিয়ত পেট্রোল-ডিজেলের দাম বাড়ার কারণে বাস মালিকদের পক্ষ থেকে  বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আওয়াজ তুলেছিল তবে তাতে নাকচ করে দিয়ে রাজ্য সরকার বিকল্প পরিস্থিতি চিন্তাভাবনার কথা  জানিয়েছিল , আর এবার সেই চিন্তা ভাবনা তে পড়ল সিলমোহর । সূত্রের খবর জানা যাচ্ছে চলতি মাসেই রাজ্যে আসতে চলেছে পরিবেশবান্ধব সিএনজি চালিত বাস যেখানেই পেট্রোল-ডিজেলের বিকল্প পদ্ধতি হিসাবে পরিবহনের ক্ষেত্রে ব্যবহার করা হবে এই জ্বালানিকে ।

রাজ্যের এই সিদ্ধান্তের ফলে একাধারে যেমন অগ্নিমূল্য পেট্রোলের ডিজেলের দাম এর হাত থেকে রেহাই পাওয়া যাবে তার পাশাপাশি পরিবেশের ক্ষেত্রেও লাভজনক হবে বলে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল । মাত্রারিক্ত পরিবেশের দূষণ থেকেও রেহাই পাবে এই জ্বালানিচালিত যানবাহন থেকে বলে মনে করা হচ্ছে । চলতি মাসের শেষের দিকেই কলকাতার রাজপথে নামতে চলেছে সিএনজিচালিত বাস । ইতিমধ্যেই এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশের একটি সংস্থা কে এই ধরনের আঠারোটি বাসের অর্ডার দেয়া হয়েছে সমস্ত কিছু ঠিক থাকলেই রাজ্যে আসতে চলেছে পাঁচ ধরনের বাস ।

আপাততএই বাস চালানো হবে  কলকাতা নিউটনের রাস্তায় । বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের বাস যদি রাজ্যে চলাচল করতে শুরু করে তাহলে জ্বালানির খরচ  অনেকটাই কমবে তার পাশাপাশি বাসের ভাড়াও কমবে ফলে যাত্রীরাও অনেকটাই লাভবান হবেন । তবে এখন দেখার বিষয় আগামী দিনে কতটা পরিমাণে রাজ্যে এই ধরনের বাস চলাচল হয় পরিবহনের ক্ষেত্রে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!