এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আগষ্ট মাস আসতেই, বাংলায় সব ধরনের কার্ডেই বড়সড় বদল এল রেশন তোলার নিয়মে! জেনে নিন বিস্তারিত

আগষ্ট মাস আসতেই, বাংলায় সব ধরনের কার্ডেই বড়সড় বদল এল রেশন তোলার নিয়মে! জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার সংক্রমণ রোধ করতে গত মার্চ মাসের শেষদিক থেকে সারাদেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়। করোনার সংক্রমণ রুখতে সেসময় দেশে লকডাউন ঘোষণা করা ছাড়া সরকারের কাছে উপায়ান্তর ছিল না। কিন্তু দীর্ঘকাল ধরে দেশে লকডাউন জারি থাকার ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়ে, মানুষের মধ্যে শুরু হয় খাদ্যের অভাব। এই অবস্থায় রেশন ব্যবস্থার মধ্যে বিনামূল্যে দেশবাসীকে খাদ্যদ্রব্য বিতরণ শুরু করে কেন্দ্র ও রাজ্য সরকার।

এরপর আনলক-২ এর নির্দেশিকা জারির সময় জাতির উদেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ৮০ কোটিরও বেশি রেসন গ্রাহককে চলতি বছরে বিনামূল্যে রেশন দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি দানের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগামী ২০২১ সালের জুন মাস পর্যন্ত রাজ্যবাসীদের বিনামূল্যে রেশন দেবার প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।

আগামী বছরের জুন মাস পর্যন্ত কোন রেশন কার্ডে কতটা খাদ্য দ্রব্য বিতরণ করা হবে সম্প্রতি তার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে –

১. গত জুন, জুলাই মাসের মতো চলতি আগস্ট মাসেও প্রতিটি পরিবারকে ১ কিলো করে মসুর দল বিতরণ করা হবে। এর সঙ্গেই আগামী ১৫ ই সেপ্টেম্বর থেকে আগামী ২০২১ সালের ৩১ সে জানুয়ারি পর্যন্ত প্রতিটি পরিবারকে ছোলা বিতরণ করা হবে।

২. রাজ্যের AAY রেশন কার্ডের গ্রাহকেরা প্রতিমাসে ১৫ কিলো চাল ও সেই সঙ্গে ১৯ কিলো আটা পাবেন। তবে আগামী মাস থেকে শুরু করে চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত AAY কার্ডের গ্রাহকেরা প্রতিমাসে ২ কিলো করে এটা ও ৩ কিলো করে গম পাবেন।

৩. যে সমস্ত রেশন গ্রাহকের কাছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১ বা RKSY-ই রেসনকার্ড আছে, তাঁরা আগামী ২০২১ সালের জুন মাস পর্যন্ত প্রতিমাসে গ্রাহক পিছু ২ কিলো করে চাল ও ৩ কিলো করে গম পাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৪. যে সমস্ত রেশন গ্রাহকের কাছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-২ বা RKSY-2 রেসনকার্ড আছে, তাঁরা আগামী ২০২১ সেলের জুন মাস পর্যন্ত প্রতিমাসে গ্রাহক পিছু ১ কিলো করে চাল ও ১ কিলো করে গম পাবেন।

৫. যে সমস্ত ব্যক্তিদের কাছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১ বা RKSY-I এর স্পেশাল কুপন আছে, সেই সমস্ত ব্যক্তিরাও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১ বা রক্ষায় -I রেশনকার্ড গ্রাহকদের মতো আগামী ২০২১ সালের জুন মাস পর্যন্ত প্রতিমাসে ব্যাক্তিপিছু ২ কিলো করে চাল ও ৩ কিলো করে গম পাবেন।

৬. যে সমস্ত ব্যক্তিদের কাছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-২ বা RKSY-2 স্পেশাল কুপন আছে, তাঁরাও রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-২ বা রক্ষায় -2 রেশনকার্ড গ্রাহকদের মতো আগামী ২০২১ সালের জুন মাস পর্যন্ত প্রতিমাসে ব্যক্তি পিছু ১ কিলো করে চাল ও ১ কিলো করে গম পাবেন।

৭. রাজ্যের PHH & SPHH রেশন গ্রাহকেরা আমাগী ২০১ সালের জুন মাস পর্যন্ত প্রতিমাসে জন পিছু ২ কিলো করে চাল ও ২ কিলো ৮৫০ গ্রাম করে আটা পাবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!