এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আগুন নিয়ে খেলছেন রাজ্যপাল।” এবার আরো কড়া ভাষায় রাজ্যের প্রধানকে আক্রমণ পার্থর

“আগুন নিয়ে খেলছেন রাজ্যপাল।” এবার আরো কড়া ভাষায় রাজ্যের প্রধানকে আক্রমণ পার্থর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বৃহস্পতিবার বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানে পুলিশের বাধাদান পদ্ধতি নিয়ে একাধিক অভিযোগ তুলেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এরপর গত শুক্রবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি বিষয়ে রাজ্যপাল অভিযোগ জানিয়ে ছিলেন। এরপর শনিবার একটি টুইট করে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছিলেন রাজ্যপাল।

এবারে রাজ্যপাল ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে তাঁর অভিযোগ, বিজেপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী নয়। এর সঙ্গে সঙ্গেই রাজ্যপালকে কটাক্ষ করে তাঁকে বলতে শোনা গেল যে, রাজভবনে বসে প্রতিদিন বাংলা অপমান করছেন রাজ্যপাল।

বিজেপিকে নিশানা করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন যে, বিজেপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী নয়। তাঁর অভিযোগ, করোনা সংক্রমণ কালেও রাজ্যে উন্নয়নের ধারাকে বজায় রেখেছেন মুখ্যমন্ত্রী। আর নিজের পায়ের তলার মাটি হারিয়ে বিজেপি ব্যবহার করছে রাজভবনকে। এরপরই রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাঁকে বলতে শোনা গেল যে, আগুন নিয়ে খেলা করছেন রাজ্যপাল। রাজ্যপালের প্রতি তাঁর অভিযোগ, শিখদের নিয়ে জঘন্য রাজনীতি করছেন রাজ্যপাল। রাজ্যপালের বিরুদ্ধে তাঁর গুরুতর অভিযোগ, রাজ্যপাল এক বিশেষ দলের দায়িত্ব পালনে সবসময় ব্যস্ত থাকেন। তিনি নষ্ট করছেন রাজভবনের ঐতিহ্যকে। তবে শিক্ষামন্ত্রীর দাবি, বাংলার মানুষ ছেড়ে কথা বলবার নয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান কালে ব্যারাকপুরের জনৈক বিজেপি নেতার ব্যক্তিগত দেহরক্ষী বলবিন্দর সিংকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে একটি রিভলবারও উদ্ধার করে হাওড়া পুলিশ। পুলিশ পরে জানতে পারে এই রিভলবারের লাইসেন্স জম্মু-কাশ্মীরের রাজৌরির। বিজেপি নেতার ব্যক্তিগত দেহরক্ষী বলবিন্দর সিংকে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে বলতে শোনা গেল, ” দোষীদের কোনও সম্প্রদায় থাকে না।” এর সঙ্গে সঙ্গে তিনি জানালেন যে, আইন আইনের পথেই চলবে।

প্রসঙ্গত, দেহরক্ষী বলবিন্দর সিং এর পাগলি খুলে দেওয়া নিয়ে রাজ্য সরকারকে টুইট করেছিলেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। আবার গতকাল সকালে দিল্লি থেকে কলকাতায় এসেছিলেন দিল্লি গুরুদ্বরা কমিটির ৩ জন সদস্য। যারা গতকাল হাওড়াতে বলবিন্দর সিং এর সঙ্গে দেখা করেছিলেন। এরপর তারা যোগাযোগ করেন রাজ্যপালের সঙ্গে। সেখানে এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ করে এর বিচার দাবি করেন তারা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, শিখ সম্প্রদায়ের বলবিন্দর সিং এর পাগড়ি খোলার ঘটনা নিয়ে বারবার অভিযোগ ওঠায় তার পরিপ্রেক্ষিতে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই বিষয় নিয়ে একটি বিশেষ বিবৃতি জারি করা হল। যেখানে নাম না নিয়েও দায়ী করা হল বিজেপিকে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন যে, ” বাংলা সবাইকে নিয়ে চলে। সরকারের অবস্থান জানানোর পরেই এই ঘটনাকে যেভাবে চিহ্নিত করা হচ্ছে তা কাম্য নয়। ”

প্রসঙ্গত রাজ্যপাল ও রাজ্য সরকারের সংঘাত পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়। বলা যেতে পারে যখন থেকে রাজ্যপাল পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করেছেন, তখন থেকেই তিনি রাজ্যের বিভিন্ন বিষয়ে অভিযোগ করছেন। তাঁর অভিযোগের পরেই তাঁর বিরুদ্ধে বিরূপ মন্তব্য করতে দেখা যাচ্ছে রাজ্য সরকার তথা শাসকদলকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!