এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আগুনে পুড়ে গেল তৃণমূলের ক্যাম্প অফিস, ভোটের দিনে প্রবল উত্তেজনা নদীয়ায়!

আগুনে পুড়ে গেল তৃণমূলের ক্যাম্প অফিস, ভোটের দিনে প্রবল উত্তেজনা নদীয়ায়!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে। কিন্তু এবার নদীয়ার পলাশীপাড়ায় এক অন্য ঘটনা ঘটলো। যেখানে তৃণমূলের ক্যাম্প অফিস কার্যত আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত, আজ সকালে দেখতে পাওয়া যায়, নদীয়ার পলাশী পাড়ায় তৃণমূলের ক্যাম্প অফিস কার্যত আগুনে পুড়ে গিয়েছে। এমনকি সেখানে গবাদি পশুর খাওয়ার পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস। যদিও বা বিজেপির পক্ষ থেকে পাল্টা গোটা ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বলে দাবি করা হচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!