এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ‘আগে বদলা, তারপর বদল!’ রাজ্য রাজনীতিতে কার্যত ঝড় তুলে দিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়!

‘আগে বদলা, তারপর বদল!’ রাজ্য রাজনীতিতে কার্যত ঝড় তুলে দিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট2011 সালে রাজ্যে পালাবদলের পর তৃনমূল কংগ্রেস ক্ষমতায় আসলে বামেদের অনেক নেতা কর্মীর ওপর আক্রমণ করা হবে বলে আশঙ্কা করেছিল রাজনৈতিক মহল। তবে ভোটের ফলে তৃণমূল কংগ্রেসের জয় জয়কারের পর মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন, “বদলা নয় বদল চাই।” অর্থাৎ তিনি রাজনৈতিক সৌজন্যতার খাতিরে কেউ যাতে বিরোধীদের ওপর হামলা না করে, তার বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন।

তবে সামনে যখন 2021 এর বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে এবং বিজেপি রাজ্যের ক্ষমতা দখলের জন্য ব্লু প্রিন্ট তৈরি করছে, ঠিক তখনই বিজেপি নেতাদের গলায় শোনা যাচ্ছে বদলা নেওয়ার সুর। অর্থাৎ এবার বিজেপি ক্ষমতায় এলে আর যে কাউকে ছেড়ে কথা বলবে না, তা বুঝিয়ে দিচ্ছেন রাজ্য বিজেপি নেতারা। ইতিমধ্যেই দিলীপ ঘোষের মতো বিজেপি নেতা বদলা নেওয়ার কথা বলেছেন। আর এবার তার সুরেই সুর মিলিয়ে বদলা নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা মুকুল রায়ের পুত্র তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়।

সূত্রের খবর, শুক্রবার বিজেপির চাকদহের একটি কর্মসূচিতে যোগ দেন শুভ্রাংশুবাবু। আর সেখানেই বদলা নেওয়ার ব্যাপারে মন্তব্য করতে দেখা যায় তাকে। এদিন শুভ্রাংশু রায় বলেন, “আজকাল ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় একটা ট্যাগলাইন দেখছি, বদল হবে বদলাও হবে। আমি চাই, আগে বদলা তারপর বদল। যে বুথ কর্মীদের রক্তের বিনিময়ে আজ আমি এই মঞ্চে দাঁড়িয়ে রয়েছি। আগে তাদের রক্তের বদলা নিতে হবে। তারপর নবান্নে গিয়ে সরকার দখল করব। তাই বদলা নেওয়ার জন্য তৈরি হও।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই মুকুল রায়ের মত বিজেপি নেতার পুত্রের মুখ থেকে এই ধরনের মন্তব্য সামনে আসায় এখন রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, মুকুল রায় বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি কখনও হামলা করা, আক্রমণ করার পক্ষে বক্তব্য রাখেননি। কিন্তু যেভাবে ক্ষমতায় আসার আগেই তাঁর পুত্র বদলা নেওয়ার কথা শোনালেন, তাতে সমালোচনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

এদিন শুভ্রাংশু রায় বলেন, “এখন বিজেপি কিছু করতে গেলেই ওরা বাধা দিচ্ছে। কারণ ওরা ভয় পেয়েছে। আর মাত্র চার পাঁচ মাসের ভরসায় যারা আমাদের বাধা দিচ্ছে, তারা আর ওদের পাশে থাকবে না।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন বিজেপিতে কাজ করার পর অবশেষে সহ সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পেয়েছেন মুকুল রায়। আর তারপরেই আবার নতুন করে দলে সক্রিয় হতে শুরু করেছেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়। আর এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যেভাবে বদলার কথা শুনিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন শুভ্রাংশুবাবু, তাতে রাজ্য রাজনীতিতে গুঞ্জন ছড়িয়ে পড়ল। এখন শুভ্রাংশু রায়ের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য রাজনীতিতে কতটা ঝড় ওঠে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!