এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অহিংসার পূজারীর জন্মদিনেই রাজ্যকে অহিংসার পাঠ শেখালেন রাজ্যপাল, স্তম্ভিত রাজনীতি মহল

অহিংসার পূজারীর জন্মদিনেই রাজ্যকে অহিংসার পাঠ শেখালেন রাজ্যপাল, স্তম্ভিত রাজনীতি মহল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। আজ মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকী। আজকের দিনটিকে ভারত সহ বহু দেশ আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করে থাকে। আজ মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেই সঙ্গে সঙ্গেই তিনি গণতন্ত্র রক্ষায় অহিংসার পাঠ শেখালেন রাজ্যকে।

আজ সকালে একটি টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এই টুইটে তিনি গান্ধীজীর অহিংস আন্দোলনের কথা উল্লেখ করে তাঁকে বিশেষভাবে শ্রদ্ধা জানিয়েছেন। তবে, টুইটে রাজ্যের গণতন্ত্র নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতেও ছাড়েননি রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে রাজ্যপাল জানিয়েছেন যে, গণতন্ত্র রক্ষায় হিংসা বন্ধ করা প্রয়োজন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে রাজ্যপালের এই অহিংসার পাঠ শেখানো বিস্মিত করে দিয়েছে রাজ্যের রাজনীতি মহলকে। রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে জগদীপ ধনকরকে। রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ করেছেন রাজ্যপাল। এবার রাজ্যের গণতন্ত্র নিয়ে ফের কটাক্ষ করলেন রাজ্যপাল। যার ফলে রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত আরও বাড়তে পারে বলে, রাজনৈতিক বিশ্লেষকদের দাবি।

রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের পুলিশি ব্যবস্থা নিয়ে বারবার ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যপাল। রাজ্যের পুলিশকে দায়িত্বজ্ঞানহীন, দলদাস বলে কটাক্ষ করতে দেখা গেছে রাজ্যপালকে। গতবছর গান্ধী জয়ন্তীর দিনে গান্ধীঘাটে পৌঁছানোর পর পুলিশ আধিকারিককে খবরের কাগজ পড়তে দেখে ক্ষুব্ধ হন রাজ্যপাল। রাজ্যপাল আসছেন জেনেও কেন তিনি সেখানে ছিলেন না? প্রশ্ন করেছিলেন তিনি। পুলিশের উর্দিকে অপমান করা হচ্ছে বলেও, অভিযোগ করেন রাজ্যপাল।

আজ আবার গান্ধী জয়ন্তীর দিনে রাজ্যকে অহিংসার পাঠ শেখালেন রাজ্যপাল। এ বিষয়ে রাজ্য এবার কি প্রত্যাঘাত করে? সেদিকে দৃষ্টি রয়েছে সকলের। অন্যদিকে আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি জানিয়েছেন যে, গান্ধী জয়ন্তীতে শ্রদ্ধেয় বাপুকে প্রণাম জানাচ্ছেন তিনি। মহাত্মা গান্ধীর মহৎ নীতি বিশ্বব্যাপী প্রাসঙ্গিক, যা আজও লক্ষ লক্ষ মানুষকে শক্তি দেয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!