এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > AIMIM এর রাজ্য সংগঠন ভেঙে চৌচির, আসাদউদ্দিনের সংগঠনে বড়সড় ভাঙন ঘটিয়ে তৃণমূলে যোগ দিলেন যুব সভাপতি

AIMIM এর রাজ্য সংগঠন ভেঙে চৌচির, আসাদউদ্দিনের সংগঠনে বড়সড় ভাঙন ঘটিয়ে তৃণমূলে যোগ দিলেন যুব সভাপতি


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বড়োসড়ো ভাঙ্গন পশ্চিমবঙ্গের এআইএমআইএম যুব সংগঠনের। আসাদউদ্দিন ওয়েইসির সংগঠন এআইএমআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন পশ্চিমবঙ্গ এমআইএমের যুব সভাপতি ও ক্রিকেটার সফিউল্লা খান। গতকাল তাঁর সঙ্গে সঙ্গেই এআইএমআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলির এআইএমআইএমের যুব সংগঠনের সাধারণ সম্পাদক সহ বহু গুরুত্বপূর্ণ পদাধিকারী ও বহু সদস্য।

গতকাল বৃহস্পতিবার তৃণমূল ভবনে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন তাঁরা। সদ্য এমআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করা প্রাক্তন এআইএমআইএম নেতারা জানালেন যে, রাজ্যে সংখ্যালঘু ভোটকে একত্রিত করে রাখতে তাঁরা মিম ছেড়ে তৃণমূল দলে যোগদান করেছেন। একসঙ্গেই তাঁরা লড়াই করবেন বিজেপির বিরুদ্ধে।

প্রসঙ্গত, বিহারের বিধানসভা নির্বাচনে ২০ টি আসনের প্রার্থী দিয়ে ৫ টি সংখ্যালঘু-অধ্যুষিত আসনে জয় লাভ করে এআইএমআইএম। এর সঙ্গে সঙ্গেই সংখ্যালঘু ভোট কেটে নিয়ে বেশ কিছু আসনে মহাজোটের পরাজয়কে সুনিশ্চিত করেছে মিম। বিহারের এই সাফল্যের পর পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে উৎসাহিত হয়েছেন আসাদউদ্দিন ওয়েইসি। রাজ্যের বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে দলের সংগঠকে শক্তিশালী করার বিশেষ উদ্যোগ নিয়েছে মিম। একথা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ মিমের সম্পাদক অসীম ওয়াকার।

আপনার মতামত জানান -

কিন্তু শেষপর্যন্ত মিমের এই প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছেন তাদের দলেরই বেশ কিছু নেতা ও সদস্য। কিছুদিন আগে মিম ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তাঁরা। গতকাল মিমের যুব সংগঠন মিম ছেড়ে তৃণমূলে যোগদান করলো। গতকাল মিমের যুব সংগঠনের অধিকাংশ সদস্যই যোগদান করলেন শাসকদল তৃণমূলে। ফলে যথেষ্ট বিপাকে পড়লো রাজ্যের রাজনীতিতে সদ্য দাগ কাটতে আসা আসাদউদ্দিন ওয়েইসির সংগঠন মিম।

গতকাল এভাবে মিম ছেড়ে শাসকদল তৃণমূলে তাঁদের যোগদানের কারণ হিসেবে এআইএমআইএমের যুব সভাপতি ও সেইসঙ্গে অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্ট যোগদান করা ক্রিকেটার সফিউল্লা খান জানালেন যে, পশ্চিমবঙ্গে যদি তাঁরা আলাদাভাবে প্রার্থী দেন ও নিজের দলকে জেতানোর জন্য সচেষ্ট হন, তাহলে সুবিধা করে দেয়া হবে বিজেপিকে। কিন্তু তারা চান না পশ্চিমবঙ্গে ধর্মীয় ভেদাভেদকারী বিজেপি রাজ্যের ক্ষমতায় আসুক। এজন্যই তৃণমূলের সঙ্গে এক হয়ে লড়াই করবেন তাঁরা। এরফলে সংখ্যালঘু ভোট ভাগাভাগি না হয়ে তা একত্রিত থাকবে।

গতকাল মিমের যুব সংগঠনের তৃণমূলে যোগদান সম্পর্কে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, ” বাংলায় সংখ্যালঘুরা কী চাইছেন? মিম চাইছে না ‘ভাইজান’কে চাইছেন? দেখা যাচ্ছে, এদের কাউকেই চান না তাঁরা। বিজেপিকে রুখতে তাঁরা একমাত্র তৃণমূলের উপরই ভরসা রাখছেন। ” এই ঘটনায় আগামী বিধানসভা নির্বাচন সংখ্যালঘু ভোট কেটে শাসকদল তৃণমূলকে বিপাকে ফেলার মিমের প্রচেষ্টা অনেকটাই ধাক্কা খেলো বলে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!