আইন-বহির্ভূত কাজ করেছেন অনুব্রত ! ‘লালবাতি’ ইস্যুতে রাজ্যকে ভৎর্সনা হাইকোর্টের ! কলকাতা তৃণমূল মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজনীতি রাজ্য August 1, 2022August 1, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশকয়েকমাস আগেই গাড়িতে লালবাতি ও নীলবাতি লাগানোর প্রসঙ্গে নির্দেশিকা জারি করেছিল প্রশাসন । সেই নতুন নির্দেশিকার আওয়াতে বাদ পড়েছিলেন অনেকই ।পরিবহণ দফতর সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের মাত্র ১৪ জন পদাধিকার এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছিলো , যে পদাধিকারীদের তালিকা প্রকাশ্যে এসেছিল তাতে বাদ পড়েছিলেন বীরভূম জেলার তৃণমল সভাপতি । কাজেই অনুব্রত মণ্ডল কেন আইন-বহির্ভূত ভাবে গাড়িতে লালবাতি ব্যবহার করেন তা নিয়ে মামলা হওয়ায় রাজ্য সরকারের কাছে এ বিষয়ে রিপোর্ট চেয়েছিল কলকাতা হাইকোর্টে । আর এদিন এই মামলার শুনানিতে আবারো মুখ পুড়ল রাজ্যের । জানা যাচ্ছে যে এই মামলার শুনানিতে রাজ্য সরকারের দেওয়া রিপোর্টে খুশি নয় কলকাতা হাইকোর্ট ফলে এই মামলার শুনানিতে উচ্চ আদালতের প্রধান বিচারপতি তীব্র ভর্ত্সনা করলেন রাজ্যকে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তিনি না রাজ্যের মন্ত্রী, না সাংসদ বা বিধায়ক কেবল একটি দলের জেলা সভাপতি হয়ে গাড়িতে লালবাতি লাগিয়ে ঘোরার অনুমতি পাওয়া যায় না। এদিন এই প্রসঙ্গে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব রাজ্যের আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন কেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হল না? তাঁর প্রতি সরকারের এমন দায়সারা মনোভাবের কারণ কী। এদিন বিচারপতির প্রশ্ন করেন সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কারা লালবাতি ব্যবহার করতে পারেন, তাহলে কেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পদক্ষেপ করল না রাজ্য পুলিশ ? এর পাশাপাশি রাজ্য সরকারের দেওয়া রিপোর্টে কাচের প্রসঙ্গের উল্লেখ নেই বলেও অসন্তোষ প্রকাশ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামী মঙ্গলবার আবারো এই প্রসঙ্গে আদালতে কি রিপোর্ট জমা পড়ে সেদিকে নজর থাকবে সকলের । আপনার মতামত জানান -