এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আইনশৃঙ্খলা নিয়ে কি চিন্তা বাড়ছে? প্রশাসনিক শীর্ষকর্তার মন্তব্যে জল্পনা!

আইনশৃঙ্খলা নিয়ে কি চিন্তা বাড়ছে? প্রশাসনিক শীর্ষকর্তার মন্তব্যে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলতে শুরু করেছে শাসক থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো। বিরোধীদের দাবি, সম্পূর্ণ অবাধ এবং শান্তিপূর্ণ ভাবেই করতে হবে নির্বাচন। এক্ষেত্রে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে কিছুটা হলেও সন্দেহ প্রকাশ করছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে নির্বাচনের আগে যাতে কোনো রকম ঘটনা না ঘটে, তার জন্য বেশকিছু জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠকে সকলকে সতর্ক করে দিলেন রাজ্যের মুখ্যসচিব। স্বাভাবিক ভাবেই প্রশাসনিক শীর্ষকর্তার এই সতর্কবার্তাকে কেন্দ্র করে রীতিমতো গুঞ্জন বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর, এদিন ভার্চুয়ালি রাজ্যের বেশকিছু জেলার জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আর সেখানেই নির্বাচনের আগে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোনোভাবেই অবনতি না হয়, তার জন্য সকলকে সতর্ক থাকার কথা বলেন তিনি। এদিনের এই বৈঠকের মুখ্যসচিব বলেন, “ভোটের আগে রাজ্যে আইন-শৃংখলার অবনতি হলে নির্বাচন কমিশন সরকারের দিকে আঙুল তুলবে। কারণ ভোটের আয়োজন করলে যে আইন-শৃঙ্খলা ঠিকঠাক থাকবে, সেই ব্যাপারে আমরাই কমিশনকে আশ্বস্ত করেছি। তাই আগেভাগেই সতর্ক হওয়া দরকার।” অর্থাৎ মুখ্যসচিব বুঝিয়ে দিলেন যে, কোনোভাবেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আয়ত্তের বাইরে বের হতে দেওয়া যাবে না। এক্ষেত্রে যদি কোনো বিপজ্জনক ঘটনা ঘটে, তাহলে কমিশনের তোপের মুখে পড়তে হবে রাজ্য প্রশাসনকে। তাই এখন থেকেই সকলে যাতে সচেতন থাকেন, তার জন্য জেলা প্রশাসনগুলোকে বার্তা দিতে শুরু করল রাজ্য প্রশাসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, ভবানীপুর সহ বেশকিছু কেন্দ্রের উপনির্বাচনের জন্য মুখ্যসচিবের পক্ষ থেকে কমিশনকে একটি চিঠি দেওয়া হয়েছিল। যা নিয়ে কটাক্ষ করেছিল বিরোধীরা। সেদিক থেকে রাজ্যের পক্ষ থেকে বারবার উপনির্বাচনের কথা তুলে ধরা হয়েছে। তাই এই পরিস্থিতিতে কমিশন যখন উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে, তখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা রাজ্যের কর্তব্য। তাই সেই বিষয়ে সকলকে অবহিত থাকার কথা বলে যাতে বিতর্ক কোনোমতেই তাদেরকে গ্রাস না করে, তা বৈঠকের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!