এখন পড়ছেন
হোম > জাতীয় > পরের এয়ারস্ট্রাইকে বিরোধীদের বিমানে বেঁধে নিয়ে গিয়ে লাশ গুনিয়ে আনতে চান কেন্দ্রীয় মন্ত্রী!

পরের এয়ারস্ট্রাইকে বিরোধীদের বিমানে বেঁধে নিয়ে গিয়ে লাশ গুনিয়ে আনতে চান কেন্দ্রীয় মন্ত্রী!


পুলওয়ামার মর্মান্তিক জঙ্গী হামলার প্রতিশোধ নিতে ভারত সরকারের পাকিস্তানের বিরুদ্ধে এয়ারস্ট্রাইকের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে দেশবাসী। ভারতীয় বায়ুসেনার গৌরবান্বিত কাজে উৎসবের জোয়ারে ভাসে গোটা দেশ। বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর চাউর হয়,৪৪ জন সিআরপিএফ জওয়ানদের মৃত্যুর বদলা ৩০০-র বেশি জঙ্গী খতম করে নিয়েছে ভারতীয় বায়ুসেনা।

এই খবরের সত্যতা নিয়ে সাধারণ মানুষের আপত্তি না থাকলেও বেঁকে বসে কংগ্রেস,তৃণমূলের মতো বিজেপি বিরোধী রাজনৈতিক দল। এয়ারস্ট্রাইককে কত জন জঙ্গী মারা গিয়েছে বা আদৌ কেউ মারা গিয়েছে কিনা তার পূর্নাঙ্গ রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করার দাবী জানায় বিরোধীরা। বিরোধীশিবির থেকে এটাও দাবী করা হয়,শুধুমাত্র লোকসভা ভোটের আগে রাজনৈতিক ফায়দা লোটার জন্যে এয়ারস্ট্রাইকের ঘটনাকে ব্যবহার করছেন মোদী।

বিরোধীদের এই এয়ারস্ট্রাইকের সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করার বিরুদ্ধে এবার সরব হলেন প্রাক্তন সেনাপ্রধান তথা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিং। আক্রমণাত্মক ভঙ্গিতে তিনি বলেন,’এরপর এয়ারস্ট্রাইক হলে যে সমস্ত বিরোধীরা এর সাফল্য নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের বিমানের নিচে বেঁধে নিয়ে যাওয়া উচিত। বোমা ফেলার সময় বিমান থেকে ওনারা টার্গেট দেখে নেবেন এবং তারপর ওখানেই ওনাদের নামিয়ে দেওয়া হবে। লাশ গুনে আবার ফিরে আসতে পারবেন তাঁরা।’

এছাড়া বুধবার সকালেই ট্যুইটারে বিরোধীদের এয়ারস্ট্রাইক নিয়ে করা প্রশ্নকে নিয়ে কার্যত রসিকতা করেন প্রাক্তন সেনাপ্রধান। নিজের ট্যুইটার ফলোয়ারদের দিকে প্রশ্ন ছুঁড়ে বলেন, ‘গতকাল রাত সাড়ে ৩টে নাগাদ আমার আশেপাশে প্রচুর মশা ঘোরাফেরা করছিল। তাই আমি ওদের উপর ‘হিট’ প্রয়োগ করি। এবার আমার কী করা উচিত? আমি কি গুনতে শুরু করব, না আবার ঘুমিয়ে পড়ব?’

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেনাপ্রধানের এই ট্যুইট ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিকমহল তথা আমজনতার মধ্যে। ট্যুইটে প্রত্যক্ষভাবে এয়ারস্ট্রাইকের কথা উল্লেখ না থাকলেও কেন্দ্রীয় মন্ত্রী যে বিরোধীদের কটাক্ষ করেছেন তা বুঝতে কোনো সমস্যা হয়নি নেটিজনের। এই ট্যুইট প্রসঙ্গে পরে তাকে প্রশ্ন করা হলে তিনি স্পট কথায় বলেন,”এত কিছু কি গোনা সম্ভব? ওখানে বোমা ফেলা হয়েছে, বিল্ডিং ধ্বংস হয়েছে। কী মনে হয়, ১০০০ কেজি বোমার বিস্ফোরণেও মানুষ মারা যাবে না? এই মারা যাওয়ার সংখ্যাটা আমরা শুধু অনুমান করতে পারি।’ এই পরিস্থিতিতে বিরোধীদের লাশ গোনার দাবীটাকেই ‘দুর্ভাগ্যজনক’ বলে ব্যাখ্যা করলেন তিনি।

এরপরই এয়ারস্ট্রাইকের সাফল্য নিয়ে সন্দেহভাজন বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন,যারা এতো এয়ারস্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলছেন তাঁদের আগে যুদ্ধবিমানে বেঁধে নিয়ে যাওয়া উচিৎ। প্রসঙ্গত,এর আগে হরিয়ানার মন্ত্রী অনিল ভিজও এই প্রসঙ্গে বিরোধীদের কড়া জবাব দিয়েছিলেন।

বলেছিলেন,এরপর পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে যখন বিমান হানা হবে তখন বিরোধীদের মহাজোটের একজন নেতাকে নিয়ে যাওয়া হবে যাতে তাঁরা লাশ গুনে আসতে পারেন। লোকসভা ভোটের মুখে এয়ারস্ট্রাইক নিয়ে শাসক বনাম বিরোধীদের আক্রমণ তথা পাল্টা আক্রমণের খেলায় ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!