এখন পড়ছেন
হোম > জাতীয় > এয়ারটেল গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! এবার Vivo-mi দের ঘুম ওড়াতে নিতে চলেছে বড়সড় পদক্ষেপ!

এয়ারটেল গ্রাহকদের জন্য বড়সড় সুখবর! এবার Vivo-mi দের ঘুম ওড়াতে নিতে চলেছে বড়সড় পদক্ষেপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন পর্যন্ত সস্তার মোবাইল ফোন ছিল oppo, vivo, mi এর মতন চিনা সংস্থাদের। কিন্তু চিনা দ্রব্য বয়কট এর সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলো বর্তমানে ব্যাপকভাবে পড়তির মুখে ভারতের বাজারে। আর সেই অবস্থায় ভারতীয় টেলিকম কোম্পানি এয়ারটেল এবার oppo, vivo, mi কে সরিয়ে মার্কেট দখল করার পরিকল্পনা করছে। আর এই পরিকল্পনার ওপর ভিত্তি করে এবার ভারতীয় মোবাইল টেলিকম সংস্থা এয়ারটেল নিয়ে আসছে সহজলভ্য দামে ফোরজি স্মার্টফোন। সূত্রের খবর, বেশকিছু স্মার্টফোন নির্মাতার সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে এয়ারটেল।

এর আগে রিলায়েন্স কোম্পানি জিওর পক্ষ থেকেও স্মার্ট ফোন লঞ্চ করা হয়েছিল। এয়ারটেল হতে চলেছে ভারতের বুকে দ্বিতীয় টেলিকম কোম্পানি যারা বাজারে ফোরজি স্মার্টফোন নিয়ে আসতে চলেছে। সূত্রের খবর, লকড কিংবা আনলকড উভয় ধরনের ফোন চালু করার ব্যাপারে চিন্তাভাবনা চালাচ্ছে এয়ারটেল। লকড ফোন বলতে সেইসব ফোনগুলিকে বোঝায়, যেগুলিতে শুধুমাত্র নির্মাতা সংস্থার সিম ছাড়া অন্য কোন সিম ব্যবহার করা যায়না। আনলকড ফোনে সমস্ত কোম্পানির সিম ব্যবহার করা যায়। বিদেশে অবশ্য লকড ফোনের চাহিদা বেশী।

তবে ভারতের বুকে লকড সিমের থেকে আনলক সিমের ব্যবহার অনেক বেশি। এর আগে লকড সিম নিয়ে এসেছিল টাটা ইন্ডিকম, এমটিএস এর মতন বেশকিছু সংস্থা। কিন্তু তা বেশিদিন চলেনি। জানা গেছে, এয়ারটেল এর পাশাপাশি এবার জিও আবার নতুন আরেকটি স্মার্টফোন আনতে চলেছে ভারতীয় বাজারে। এবং জিওর চমক হল- এবারের জিও ফোনে ফোরজির পাশাপাশি ফাইভ-জি কানেক্টিভিটি থাকছে। এর আগেও অবশ্য জিও ফোন বেরিয়েছে এবং তার দাম ছিল অত্যন্ত কম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তা সত্বেও জিওর ফোন খুব একটা সাড়া জাগাতে পারেনি আমজনতার মধ্যে। নতুন জিও ফোনের দাম অনেক কম হবে বলে জানা গেছে। তবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এই ফোনে ফোরজি এর পাশাপাশি ফাইভ-জিও পাওয়া যাবে বলে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। ডিসেম্বরের মধ্যেই 10 কোটি স্মার্টফোন আনতে চলেছে বাজারে রিলায়েন্স জিও বলে জানা গেছে। অন্যদিকে কম দামের ফোন বলে ফিচারের সঙ্গে কোনো রকম আপোস করবে না জিও বলে ঘোষণা করেছে।

বিশেষজ্ঞদের মতে, এয়ারটেল কিংবা জিও বর্তমান বাজারে সস্তার স্মার্টফোন নিয়ে আসলে তা বাজারে যথেষ্ট সাড়া ফেলবে। কারণ বর্তমানে দেশে সমস্ত পরিষেবা এখন ফোনের মাধ্যমেই সাড়া হচ্ছে। এবং করণা পরিস্থিতিতে এই প্রবণতা আরো বেড়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে দোকান, বাজার থেকে শুরু করে স্কুল, কলেজ,মায় অফিস পর্যন্ত মুঠোফোনে বন্দী।  সেক্ষেত্রে সস্তার স্মার্টফোন সবার হাতেই পৌঁছাতে পারলে আমজনতা বিশেষ উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!