নতুন বছরে এয়ারটেল নিজেদের নতুন গ্রাহকদের জন্য নিয়ে এল এক অনন্য উপহার, জানুন বিস্তারিত ভাবে অন্যান্য টেকনোলজি January 27, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই বাইরে। আনলক প্রক্রিয়া শুরু হলেও স্বাস্থ্যের খাতিরে মানুষ খুব একটা দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোতে রাজি নয়। তাই খাবার থেকে সিনেমা বাড়ি বসেই উপভোগ করতে চাইছেন অনেকেই। তাই স্বভাবতই আগের তুলনায় দেশে অনেকটাই বেড়েছে ইন্টারনেটের ব্যবহার। সেখানে অনলাইনে ওয়েব সিরিজ, খেলা দেখা থেকে শুরু করে অনেক ক্ষেত্রে বাড়ি বসে অফিসের কাজ, আজ সব ক্ষেত্রেই ইন্টারনেট ছাড়া সম্ভব নয়। আর সেই কথা মাথায় রেখেই প্রতিযোগিতার বাজারে নিত্যনতুন প্যাক নিয়ে হাজির হচ্ছে নানা টেলিকম কোম্পানি। এদের মধ্যে যদিও জিও এগিয়ে আছে বলে মনে হলেও অন্যান্য কোম্পানিগুলো কিন্তু হাল ছাড়তে রাজি নয়। তাই অনলাইনে পড়ুয়াদের ক্লাস হোক বা ওয়ার্ক ফ্রম হোম বা মোবাইলে আইপিএল উপভোগ কোন ক্ষেত্রেই প্রতিযোগিতা ছাড়া এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় কেউ। এক্ষেত্রে প্রতিযোগিতায় টক্কর দিতে নতুন নতুন অফার নিয়ে হাজির হয়েছে এয়ারটেল তবে এর ঝুলিতে আছে কি কি প্ল্যান? দেখে নেওয়া যাক। Airtel তাদের গ্রাহকদের জন্য ৭৮ টাকা এবং ২৪৮ টাকার দুটি প্রিপেইড প্ল্যান বাজারে নিয়ে এসেছে। যার সঙ্গে গ্রাহক বিনামূল্যে উটিংক মিউজিক অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন বলেও জানা গেছে। সেখানে Airtel-এর ৭৮ টাকার প্ল্যানে থাকছে মোট ৫ জিবি ডেটা। তবে এই প্ল্যানে আলাদা করে কোনো টপআপ ভ্যালিডিটি পাওয়া যাবে না। এই প্ল্যানের ভ্যালিডিটি আপনার বর্তমান প্ল্যানের ভ্যালিডিটি হবে। তবে এই মাধ্যমে গ্রাহক এক মাসের জন্য Wynk Premium এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন বলেই জানা গেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এছাড়া airtel-এর ২৪৮ টাকার প্ল্যানে পাওয়া যাবে মোট ২৫ জিবি ডেটা। টপআপের ক্ষেত্রে এই প্ল্যানেরও কোনও আলাদা বৈধতা থাকবে না বলেই জানান হয়েছে। এই প্ল্যানের ভ্যালিডিটিও আপনার বর্তমান প্ল্যানের ভ্যালিডিটির সঙ্গেই হবে। তবে এই প্ল্যানের সঙ্গে গ্রাহক এক বছরের জন্য Wynk Premium-এর সাবস্ক্রিপশন পাবেন বলেই জানা গেছে। এছাড়া এই দুটি প্ল্যানই গ্রাহক Airtel Thanks App-এ দেখতে পারবেন। তবে এখানে আকর্ষণীয় বিষয় হল, আপনি যদি হন Airtel এর গ্রাহক, তবে আপনি মাত্র ৮৯ টাকাতেই Amazon Prime Video দেখার সুযোগ পেয়ে যাবেন। এছাড়া গ্রাহকরা পেয়ে যাবেন মোট ৬জিবি হাই-স্পিড ডেটা যার বৈধতা ২৮ দিন। Airtel এর সঙ্গে যুক্ত হওয়ার পর আম্যাজন ভারতকেই সর্বপ্রথম এই সুযোগ দিচ্ছে বলেই জানা গেছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতের গ্রাহকরা তাই এই অল্প মূল্যেই পেয়ে যাচ্ছেন বিনোদন উপভোগের সুযোগ। শুধু তাই নয়, এর সঙ্গেই airtel ব্যবহারকারীদের জন্য ৩০ দিনের ফ্রি ট্রায়ালের সুযোগ থাকবে বলেও জানান হয়েছে। সেক্ষেত্রে এই ফ্রি ট্রায়াল শেষ হওয়ার পরই গ্রাহকদের ৮৯ টাকা রিচার্জ করতে হবে বলে জানান হয়েছে। আপনার মতামত জানান -