এখন পড়ছেন
হোম > জাতীয় > আবার প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি, কারা রয়েছেন এবারের তালিকায়? জেনে নিন

আবার প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি, কারা রয়েছেন এবারের তালিকায়? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে চলছে তীব্র অন্তর্কলহ। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির এতটা বেকায়দায় এখনো পর্যন্ত পড়েনি। এদিকে গেরুয়া শিবিরের সম্পূর্ণ প্রার্থী তালিকা এখনো প্রকাশ হয়নি। রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা চলছে, সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ হবার পর গেরুয়া শিবিরের অশান্তি কোন পর্যায়ে পৌঁছাবে তা নিয়ে। তবে এত সমালোচনার মধ্যে আজ বিজেপির পক্ষ থেকে আরও 4 জন প্রার্থীর নাম ঘোষণা করা হল। এই চারজনের প্রার্থী তালিকায় নাম রয়েছে অন্যতম তারকা অভিনেত্রী পাপিয়া অধিকারীর। 

বুধবার রাতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকের পরে চার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র থেকে জানা গিয়েছে প্রার্থী হচ্ছেন পাপিয়া অধিকারী, ফলতা থেকে বিজেপির হয়ে লড়াইতে নামছেন বিধান পারুই, বারুইপুর পূর্ব থেকে বিজেপি প্রার্থী হচ্ছেন চন্দন মন্ডল এবং জগৎবল্লভপুর থেকে প্রার্থী হচ্ছেন অনুপম ঘোষ। প্রসঙ্গত, বিজেপিতে এবার প্রার্থী তালিকায় তারকা’র সমাহার দেখা যাচ্ছে। গতবারের প্রার্থী তালিকায় স্থান পেয়েছিলেন যশ দাশগুপ্ত, পায়েল সরকার, তনুশ্রী, অঞ্জনা বসুর মতো তারকারা। আর এবার প্রার্থী তালিকায় জায়গা করে নিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনো পর্যন্ত চার দফায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সব মিলিয়ে 125 জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। কিন্তু এখনো সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ হয়নি গেরুয়া শিবিরের। অন্যদিকে প্রার্থী তালিকা নিয়ে বিজেপির অন্দরে ব্যাপক ক্ষোভের প্রকাশ দেখে নিয়েছে রাজ্য। গত দুদিন কলকাতার হেস্টিংসের বিজেপির নির্বাচনী কার্যালয়ে তীব্র বিক্ষোভ দেখিয়েছে দলের কর্মীরা। পরিস্থিতি সামলাতে নিউটাউনের হোটেলে রাতভর বৈঠক চালিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের সাথে। পাশাপাশি জানা গেছে, আজ রাজ্যে বিজেপি নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা।

এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা জানা গিয়েছে। আগামীকালই রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। তিনি পুরুলিয়ায় জনসভায় যাবেন। তার আগেই আরও চারটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো বিজেপির পক্ষ থেকে। অন্যদিকে আগামী দিনে প্রার্থী তালিকায় দিলীপ ঘোষ এবং মুকুল রায়কে প্রার্থী করা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। তবে দলীয় সূত্রে জানা গিয়েছে, দিলীপ ঘোষ কোনোভাবেই প্রার্থী হবেন না। তবে মুকুলকে নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এখনো আশা ছাড়েনি। আপাতত দেখার, আজকের চারজন বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার সাথে সাথে বিজেপির অন্দরে আবারও বড়সড় গোষ্ঠীদ্বন্দ্বের ঝড় ওঠে কিনা!

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!