এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আজ বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন শুভেন্দু অধিকারী, বাড়ছে জল্পনা

আজ বিকেলে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন শুভেন্দু অধিকারী, বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর তাঁকে পুলিশি হেনস্তার কবলে পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে, রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যপালের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। আজ বিকেলে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন শুভেন্দু অধিকারী। আজ বিকেল চারটায় তিনি রাজভবনে যেতে পারেন বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, গত ১৬ ই ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। গত ২৭ নভেম্বর মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। বিধায়ক পদ ছেড়ে দেবার পর তিনি রাজ্যপালকে একটি চিঠি লিখেছিলেন। যেখানে তিনি আশঙ্কা করেছিলেন যে, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে, আইনি হেনস্থা করতে পারে রাজ্যের পুলিশ ও প্রশাসন। এরপর রাজ্যপাল চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন যে, শুভেন্দু অধিকারীর ওপর যেন কোনো মিথ্যা মামলা বা আইনি হেনস্থা না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় হস্তক্ষেপ গ্রহণ করুন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এবার তাঁর বিরুদ্ধে পুলিশি ও প্রশাসনিক হেনস্থার বিষয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করতেই রাজভবনে যাবার সম্ভাবনা শুভেন্দু অধিকারীর। এদিকে গত শনিবার বিজেপিতে যোগদানের পূর্বে শুভেন্দু অধিকারী একটি খোলা চিঠি লিখেছিলেন। যেখানে তিনি রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকার সম্প্রতি যে ব্যবহার করেছে সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপর রাজ্যপালের সঙ্গে যোগাযোগ করতে রাজ ভবনে যেতে পারেন তিনি।

অন্যদিকে, শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রদান করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁর উপর মাওবাদী হামলা তথা প্রাণঘাতী হামলার আশঙ্কা থেকেই তাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হচ্ছে রাজ্যের মধ্যে। রাজ্যের বাইরে তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। আজ তাঁর বাড়িতে পাঠানো হলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সেইসাথে তাঁকে পাঠানো হয়েছে একটি বুলেট প্রুফ গাড়ি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!