এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > আজ বিকেলে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী, মহাজোট নিয়ে বড়োসড়ো জল্পনা

আজ বিকেলে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী, মহাজোট নিয়ে বড়োসড়ো জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশে জুলাই এর মঞ্চ থেকেই বিজেপি বিরোধী শক্তিগুলিকে একজোট হবার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে এ কাজে সরাসরি তিনি নিজেই নেমে পড়েছেন। দিল্লী সফরে একাধিক বিরোধী নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। গতকাল শীর্ষস্থানীয় তিন কংগ্রেস নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এরপর আজ বিকালে তিনি সাক্ষাৎ করতে চলেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে।

আজ দিল্লির ১০ জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে জোটের প্রাথমিক বিষয়, তার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলেই, মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আজ এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে, জানা যাচ্ছে। আজ বিকেল চারটে বেজে ত্রিশ মিনিটে তাঁদের এই বৈঠক হতে চলেছে। জোট নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেছেন দুই দলের সুপ্রিমো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে পেগাসাস ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল ও কংগ্রেস অনেকটা কাছাকাছি এসে পড়েছে। দুই দলের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছে। মোদি বিরোধী মুখ হিসেবে উঠে আসার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্টভাবে। মহাজোটের সূত্রপাত তিনি করেছেন। এ বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর বৈঠকে। প্রসঙ্গত, সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক সবসময় ভালো। একাধিকবার কংগ্রেস ও তৃণমূলের মধ্যে তীব্র বিরোধ দেখা দিলেও তাঁদের সম্পর্কে চিড় ধরেনি।

আজ তাঁদের বৈঠকের দিকে লক্ষ্য রয়েছে সমগ্র দেশের রাজনৈতিক মহলের। আজকের বৈঠক থেকেই বোঝা যাবে যে, মহাজোটের কাজ কতটা মসৃণ হতে চলেছে। আবার বেশ কিছুদিন ধরেই বিজেপি বিরোধী জোট তৈরি করতে সক্রিয় ভূমিকা নিয়েছেন রাহুল গান্ধী। পেগাসাস নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে, গত দু’দিন ধরে তাঁর বৈঠকে যোগদান করতে দেখা যায়নি তৃণমূলকে। যদিও একাধিক বিরোধী দল সেখানে যোগদান করেছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!