এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আজ বিজেপির রোড শো, ঠেকাতে মরিয়া প্রশাসন, উত্তেজনার পারদ উর্দ্ধমুখী

আজ বিজেপির রোড শো, ঠেকাতে মরিয়া প্রশাসন, উত্তেজনার পারদ উর্দ্ধমুখী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোমবার রাজ্যজুড়ে টানটান উত্তেজনা গেরুয়া শিবিরের রোড শো নিয়ে। পুরসভা নির্বাচনের প্রাক্কালে সক্রিয় হয়েছেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, এদিন শোভন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গেরুয়া শিবির রোড শো করতে চলেছে। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত বিজেপির রোড শোর অনুমতি দেয়নি। আর তাই নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন বিজেপির বিভিন্ন নেতা-নেত্রীরা। ইতিমধ্যেই রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুলিশের অনুমতির অপেক্ষা করা হবে না। রোড শো হবেই। সূত্রের খবর, সোমবার মোমিনপুর থেকে মাঝেরহাট, টালিগঞ্জ হয়ে বিজেপির রোড শো সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিজেপি পার্টি অফিসে যাওয়ার কথা।

কিন্তু পুলিশের অনুমতি না মেলায় বিজেপির তরফ থেকে কিন্তু প্ল্যান-বি ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে। আগেই বিজেপির তরফ থেকে পুলিশের কাছে রোড শো এর অনুমতি চাওয়া হলে পুলিশ তখন অনুমতি দেয়না। তারপর রুট বদল করে বিজেপি অনুমতি চাইতে গেলে সেখানেও নিরাশ হতে হয় গেরুয়া শিবিরকে। পাল্টা বিজেপির নেতৃত্বকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অসংখ্য মানুষের জমায়েতে যানজট তৈরি হতে পারে আর সেই কারণেই পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হচ্ছেনা। পুলিশের অনুমতি না মেলায় প্ল্যান বি তৈরি করতে রাতেই শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে বিজেপির নেতারা আলোচনায় বসেন বলে জানা গিয়েছে।

আর তারপরেই জানা যায়, রোড শো এ গাড়ি এবং বাইকের সংখ্যা কমিয়ে দেওয়া হবে। অন্যদিকে সোমবার বিজেপির রোড শো নিয়ে প্রশাসন কিন্তু আগেভাগেই প্রস্তুতি সেরে রেখেছে। প্রসঙ্গত, আলিপুর চিড়িয়াখানা এলাকায় বিজেপি নেতা রাকেশ সিংকে ইতিমধ্যে পুলিশ বাধা দিয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা যাচ্ছে, আরফানগঞ্জ রোড থেকে সমস্ত রাস্তা বন্ধ। খিদিরপুর বাজার এলাকাতেও উপস্থিত রয়েছে ব্যাপক সংখ্যায় পুলিশ। মনে করা হচ্ছে, নবান্ন ঘেরাও অভিযান নিয়ে পুলিশের অভিজ্ঞতাই এবার কাজে লাগানো হচ্ছে। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি পুলিশের অনুমতি না দেওয়াকে মোটেই ধর্তব্যের মধ্যে আনছেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন, এ রাজ্যে অনুমতি ছাড়াই সবকিছু হয়। তাই অনুমতির দরকার লাগবে না, রোড শো হবেই। বিজেপির দলীয় সূত্রে জানা যাচ্ছে, প্ল্যান-বি অনুযায়ী বিজেপির রোড শো চিড়িয়াখানার সামনে থেকে শুরু করে কালীঘাট হয়ে মূরলীধর লেন যাবে। অন্যদিকে সোমবার বিজেপির কর্মসূচিতে উপস্থিত থাকতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। রোদ শো এর অনুমতি না মেলা নিয়ে এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ এর অভিযোগ তুলেছেন তিনি।

সপ্তাহের প্রথম দিনেই কলকাতা শহর যে রাজনৈতিক গন্ডগোলের আখড়া হয়ে উঠতে চলেছে সেকথা অবশ্যম্ভাবী বলে স্বীকার করে নিচ্ছে সবাই। একদিকে বিজেপি এবং অন্যদিকে তৃণমূল সরকার পরিচালিত প্রশাসন- বিজেপির রোড শো নিয়ে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। প্রশাসন যেমন অনুমতি দিচ্ছেনা, তেমনি গেরুয়া শিবিরও পিছিয়ে থাকার নয়। তাঁরাও বর্তমানে মরিয়া তৃণমূল সরকারকে কোণঠাসা করতে। এই অবস্থায় প্রশ্ন উঠছে দুইদলের ঝামেলা, অশান্তি রাজ্যের সাধারণ মানুষকে ঝামেলায় ফেলবে নাতো সপ্তাহের প্রথম দিন !

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!