এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > আজ বৃষ্টির হাত থেকে শহর রেহাই পেলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে রয়ে গেছে অতি ভারী বৃষ্টির ভ্রুকুটি

আজ বৃষ্টির হাত থেকে শহর রেহাই পেলেও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে রয়ে গেছে অতি ভারী বৃষ্টির ভ্রুকুটি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের জেরে পরিস্থিতি দুঃসহ হয়ে উঠেছে। অতি ভারী বৃষ্টিপাতের দরুণ জায়গায় জায়গায় জমে গিয়েছে জল। অন্যদিকে জানা যাচ্ছে, কলকাতার আকাশ আজকেও মেঘলা থাকবে। হয়তো বৃষ্টির প্রকোপ কমতে পারে। কার্যত গতকাল ভারী বৃষ্টির জেরে যে পরিস্থিতি দাঁড়িয়েছিল তাতে সাধারণ মানুষ অত্যাধিক নাকাল হয়েছেন বলেই মনে করা হচ্ছে। আজকে সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে কম 5 ডিগ্রী কম। গতকাল বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল 99%।

গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়ে গিয়েছে 158.8 মিলিমিটার। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ওপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, যার জেরে ওই এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ক্রমশ নিম্নচাপ পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খন্ড হয়ে দক্ষিণ বিহার ও উত্তরপ্রদেশের দক্ষিণ অংশে পৌঁছাবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায়। এছাড়াও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম জেলাতে। পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে, পাশাপাশি বাড়বে তাপমাত্রা। অন্যদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতির সাথে সাথে উত্তরবঙ্গের আবহাওয়ার অবনতি শুরু হবে বলে জানা গিয়েছে। বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ। আগামী 24 ঘণ্টায় আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে বলে জানা গেছে। শনিবার পর্যন্ত বৃষ্টি হবে উড়িষ্যা, ঝাড়খন্ড এবং বিহারে।

প্রবল বৃষ্টির কারণে ঝাড়খণ্ডের সমস্ত জলাধার এবং সংলগ্ন বাংলার নদীর জলস্তর বেড়ে যেতে শুরু করেছে। শনিবার ছত্রিশগড় এবং রবিবার মধ্যপ্রদেশে প্রবল বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কার্যত গতকাল শহরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। তাতে এমনিতেই কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে গেছে। বাড়িতেও অনেকের জল ঢুকে গেছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই পৌরসভার পক্ষ থেকে পাম্প নামিয়ে জল সরানোর কাজ শুরু করা হয়েছে। অন্যদিকে, কলকাতার ওপর থেকে বৃষ্টির ভ্রুকুটি সরে গেলেও আগামী কয়েকদিন রাজ্যের অন্যান্য অংশে বৃষ্টি সংক্রান্ত উদ্বেগ রয়ে গেল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!