এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “যারা আজ বিজেপিতে যাচ্ছেন, আগামী দিনে তাঁরা আবার ফিরে আসবেন।” – দাবি রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর

“যারা আজ বিজেপিতে যাচ্ছেন, আগামী দিনে তাঁরা আবার ফিরে আসবেন।” – দাবি রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে, অভিনেতা ভরত কল প্রমুখ ছাড়াও একাধিক টলিউড অভিনেতা, অভিনেত্রীকে দলে টেনে আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সর চমক দিতে চেয়েছিল তৃণমূল। কিন্তু কিছুদিনের মধ্যেই তার তাল কেটে যায়। টলিউডের একাধিক অভিনেতা,অভিনেত্রী যোগদান করতে শুরু করেন বিজেপিতে। সম্প্রতি বিজেপিতে যোগদান করলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। আর বিজেপিতে যোগ দিয়েই তাঁর হুঙ্কার, এই বাংলা থেকে অলক্ষ্মীকে দূর করতে হবে, যতদিন না বাংলায় লক্ষ্মী আসছেন, ততদিন এখানকার আর্থ, সামাজিক, পরিকাঠামোগত উন্নয়ন কিছুই ঘটবে না।

অভিনেতা রুদ্রনীল ঘোষ বিজেপিতে যোগদান করার পর একাধিক অভিনেতা-অভিনেত্রী বিজেপিতে যোগদান করতে শুরু করেছেন। ইতিমধ্যে যশ দাশগুপ্ত, সৌমিলি বিশ্বাস, পাপিয়া অধিকারী, শর্মিলা ভট্টাচার্য প্রমুখরা কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের নেতৃত্বে যোগদান করেছেন বিজেপিতে। গতকাল বিজেপিতে যোগদান করলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। একটা সময় মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। এমনকি যুব তৃনমূলের সহ-সভাপতিও ছিলেন তিনি। এবার এই ইস্যুতেই বক্তব্য রাখলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাধিক অভিনেতা-অভিনেত্রীর বিজেপিতে যোগদান প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস গণমাধ্যমের সামনে জানালেন যে, কোন অভিনেতা কোথায় যাচ্ছেন? কি বাঁচাতে যাচ্ছেন? তা তিনি জানেন না। তবে, তিনি এটুকু বলতে চান যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টলিউডের জন্য যা করেছেন, তা হলিউডেও জন্যও কেউ করেননি। এরপর তিনি দাবি করেছেন যে, আজ যারা বিজেপিতে যোগদান করছেন, আগামী দিনে তাঁরা আবার ফিরে আসবেন তৃণমূলে।

রাজ্যের হেভিওয়েট মন্ত্রী অরূপ বিশ্বাসের এই বক্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজনীতি মহলে। তবে, সম্প্রতি তৃণমূল ছেড়ে টলিউডের একের পর এক অভিনেতা-অভিনেত্রী যেভাবে বিজেপিতে যোগদান করতে শুরু করেছেন, তাতে কপালে ভাঁজ পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। এদিকে দলের গোষ্ঠী কোন্দল, দলের ভাঙ্গন বারবার ব্যতিব্যস্ত করে দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কে।

এদিকে, সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। যদিও অভিনেতা জানিয়েছেন যে, তাঁদের এই সাক্ষাতের মধ্যে কোন রাজনৈতিক বিষয় নেই, ধর্মীয় বিষয়ে তাঁদের আলোচনা হয়েছে। তবে অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদানের জল্পনা ক্রমশই বাড়ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!