এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আজ নতুন ভূমিকায় অবতীর্ণ প্রধানমন্ত্রী, নিরাপত্তা পরিষদে পালন করতে চলেছেন বিশেষ দায়িত্ব

আজ নতুন ভূমিকায় অবতীর্ণ প্রধানমন্ত্রী, নিরাপত্তা পরিষদে পালন করতে চলেছেন বিশেষ দায়িত্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ প্রথমবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বিতর্ক সভায় সভাপতিত্ব করতে চলেছেন ভারতের কোন প্রধানমন্ত্রী। আজ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বিতর্ক সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমুদ্রের নিরাপত্তা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা প্রভৃতি নিয়ে আলোচনা চলবে এই অনুষ্ঠানে। যোগদান করবেন রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের একাধিক সদস্য। এই বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগদান করার সম্ভাবনা রয়েছে। নিরাপত্তা পরিষদের ওয়েবসাইট থেকে এই বৈঠক সরাসরি দেখানো হবে বলে, জানানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রধান সদস্য দেশগুলি এই দায়িত্ব একাধিকবার পালন করেছে। ফ্রান্সের পর থেকে এই দায়িত্ব ভারতের ওপর এসেছে। নিরাপত্তা পরিষদের ত্রিস্তরীয় বৈঠকে যোগদান করবে ভারত। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নিরাপত্তা নিয়ে আজ হতে চলেছে এর প্রথম বৈঠক। এরপর আন্তর্জাতিক শান্তি রক্ষা ও সন্ত্রাসবাদ নিয়ে আরও দুটি বৈঠকে যোগদান করতে চলেছে ভারত। আজ সোমবার বিকেল পাঁচটার সময় বৈঠক শুরু হতে চলেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে উপকূল এলাকায় অপরাধ দমন বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী আজ।

ইতিপূর্বে, গত ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমুদ্রপথের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাগর নামে একটি পদক্ষেপের কথা জানিয়েছিলেন। এরপর রাষ্ট্রপুঞ্জের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন যে, সামুদ্রিক সুরক্ষা, শান্তিরক্ষা ও সন্ত্রাস প্রতিরোধের উপর বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। এবার এই বিষয়গুলি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনার সম্ভাবনা আছে। আর, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের বিতর্ক সভায় সভাপতিত্ব করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!