এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজ পুরুলিয়া জনসভা থেকেও বিজেপিকে তীক্ষ্ণ বাক্যবাণ ও একরাশ অভিযোগ মুখ্যমন্ত্রীর

আজ পুরুলিয়া জনসভা থেকেও বিজেপিকে তীক্ষ্ণ বাক্যবাণ ও একরাশ অভিযোগ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল নন্দীগ্রামের পর আজ পুরুলিয়াতে জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়া ২ ব্লকের হুটমুড়া ফুটবল মাঠে জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ২০১৯ সালে শেষবারের মতো পুরুলিয়াতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় আইন সিএএর প্রতিবাদে পদযাত্রা ও সভা করেছিলেন তিনি। এরপর তিনি আজ জনসভা করছেন পুরুলিয়াতে। আজ পুরুলিয়া জনসভা থেকেও তীব্র কটাক্ষ ও অভিযুক্ত করলেন তিনি প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপিকে।

পুরুলিয়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে, এখানে কর্মসংস্থান ঘটানো হবে। কাজের উদ্দেশ্যে যারা বাইরে চলে গিয়েছেন, আবার তাঁরা ফিরে আসবেন। তিনি জানালেন পুরুলিয়া জেলার ১৯ হাজার পরিযায়ী শ্রমিককে কাজ দেয়া হয়েছে। এই জেলায় শিল্প আসবে। ডানকুনি-অমৃতসর প্রকল্পর বিস্তার ঘটানো হবে। জেলায় বহু শিক্ষক নিয়োগ করা হয়েছে। যাদের বাকি আছে তাদেরও নিয়োগ করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রী জানালেন যে, ১০ হাজার টাকা দু তিনদিনের মধ্যেই প্রত্যেকের একাউন্টে চলে আসবে। যে টাকা দিয়ে ছাত্র-ছাত্রীরা স্মার্ট ফোন বা ট্যাব কিনে অনলাইনে পড়াশোনা করতে পারবে। আরও কুড়ি লক্ষ সাইকেল কেনা হচ্ছে। সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ করা হবে। আদিবাসীদের জন্য যথেষ্ট করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তিনি জানান যে, পুরুলিয়া হলো প্রথম জেলা, যেখানে প্রথম ভাষা আন্দোলন হয়েছিল। পুরুলিয়ার মানুষেরা কখনো বহিরাগতদের কাছে মাথা নত করেন নি।

বিজেপিকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী জানালেন যে, তাঁর মিটিংয়ে বিশৃংখলা সৃষ্টি করার চেষ্টা করেছিল বিজেপি। মাওবাদীদের থেকেও বিজেপি ভয়ংকর। বিজেপিকে বিষাক্ত সাপ বলে কটাক্ষ করলেন তিনি। তিনি অভিযোগ করেছেন যে, বিরসা মুন্ডাকে বিজেপি অপমান করেছে। অন্যের ছবিতে মালা দিয়েছে। একজন সিনেমা জগতের মানুষকেও বারবার ধমকাচ্ছে বিজেপি। এমন করলে রাজ্যবাসী কখনোই তা মেনে নেবে না বলে জানালেন তিনি।

মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন যে, বিজেপি ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙ্গে। কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙ্গে। বাংলা সম্পর্কে তারা কিছুই জানে না। মিথ্যে কথা বলে ভোট নিয়ে তারা পালিয়ে যায়। জনগণের কাছে তিনি আবেদন জানালেন যে, বহিরাগতদের কাছে মাথা না নোয়াতে। বিজেপির নেতারা নির্লজ্জভাবে ভুলভাল বুঝিয়ে দিল্লিতে পালিয়ে যান। মানুষ যাকে ভোট দিয়েছেন, তিনি আর এখানে আসেন না। তিনি কিছুই দেন না। তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি ভয় দেখিয়ে সংবাদ মাধ্যমকে ব্যবহার করছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!