এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজ রাজনৈতিক উত্তাপ বাড়লো জঙ্গলমহলের তৃণমূল ও বিজেপির সভা ঘিরে

আজ রাজনৈতিক উত্তাপ বাড়লো জঙ্গলমহলের তৃণমূল ও বিজেপির সভা ঘিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দিনভর ওয়াকিবহাল মহলের নজর ছিল রাজ্যের দুটি হেভিওয়েট রাজনৈতিক সভার ওপর। একটি ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরুলিয়া থেকে, এবং অন্যটি ছিল রানিবাঁধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা। আজকে অবশ্য ঝাড়গ্রামেও একটি সভা করতে যাওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।কিন্তু গেরুয়া শিবিরের দাবি, হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটির জন্য অমিত শাহ ঝাড়গ্রামের সভায় যেতে পারেননি। অন্যদিকে রানিবাঁধের সভায় দেরি করে আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত সবার কাছে ক্ষমা চেয়ে নেন। এবং স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসক দল তৃণমূল এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করেন কড়া ভাষায় আক্রমণ।

পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন রাণীবাঁধের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করলেও তাঁর চোট নিয়ে কিন্তু ব্যাপক কটাক্ষ করেন অমিত শাহ। তিনি বলেন, যেভাবে তৃণমূল নেত্রী ষড়যন্ত্রের দাবি তুলেছেন তা কিন্তু মোটেই প্রমাণ হয়নি। প্রসঙ্গত, 10 ই মার্চের মনোনয়ন পেশ করার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের ভিড়ের চাপে আহত হন। এর পরেই তিনি এই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তৃণমূল থেকে নির্বাচন কমিশনে নেত্রীর ওপর হামলা হয়েছে। যদিও পরবর্তী সময়ে নির্বাচন কমিশন হামলার দাবি খারিজ করে নিছক দুর্ঘটনা বলে এই ঘটনাকে ব্যাখ্যা করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিক, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের রাজনৈতিক হত্যা নিয়েও প্রশ্ন করেন। পাশাপাশি অমিত শাহ এদিন রানিবাঁধের সভা থেকে গেরুয়া প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি তিনি অভিযোগ করেন, রাজ্যে গত 10 বছর ধরে কাটমানির সরকার চলছে।

তৃণমূল রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোট যত কাছে আসছে, ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যজুড়ে। পাশাপাশি আক্রমণের ঝাঁঝও বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। অন্যদিকে আজকে তীব্র জল্পনা শোনা গেছে, অমিত শাহের সভায় লোক হয়নি বলে তিনি সভা বাতিল করেছেন। এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে তীব্র কটাক্ষ করেন পুরুলিয়ার সভা থেকে। সব মিলিয়ে আজকে দুই যুযুধান রাজনৈতিক ব্যক্তিত্বের সভা ঘিরে রীতিমতো পারদ চড়লো রাজ্যজুড়ে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!