এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, স্বরাষ্ট্র মন্ত্রীকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠালো সিআরপিএফ

আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, স্বরাষ্ট্র মন্ত্রীকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠালো সিআরপিএফ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আজ ১৮ ই ডিসেম্বর শুক্রবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠাল সিআরপিএফ। প্রসঙ্গত, গত ১০ ই ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দলীয় কর্মসূচিতে যোগদান করতে যখন ডায়মন্ডহারবার যাচ্ছিলেন, তখন তাঁর কনভয়ের ওপরে আক্রমণ ঘটে। ইট, পাথর ছোড়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময়, যেন এমন ঘটনা যেন না ঘটে, সে কারণেই রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে তা স্পষ্টভাবে জানাল সিআরপিএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সফরসূচি রাজ্যে নিরাপত্তার দায়িত্বে থাকা দপ্তর গুলিকে পাঠানো হলো স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে।

প্রসঙ্গত, গত ১০ ই ডিসেম্বর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদ এলাকা ডায়মন্ড হারবারে সভা করতে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। অভিযোগ উঠেছে জে পি নাড্ডা সহ একাধিক বিজেপি নেতার গাড়িতে ইঁট, পাথর ছুড়ে হামলা করা হয়। এই ঘটনার জন্য বিজেপি অভিযুক্ত করেছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। এই ঘটনায় আহত হয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়, কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় প্রমুখরা। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা পাননি বিজেপির সর্বভারতীয় সভাপতি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছিল রাজ্য সরকার। রাজ্য সরকারের দাবি ছিল জে পি নাড্ডার কনভয়ে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছিল।

জে পি নাড্ডার কনভয়ে হামলার পর রাজ্যের ৩ আইপিএসকে ডেপুটেশনে পাঠানো হয়েছিল। যে ঘটনা নিয়ে বিরোধ বাধে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের। এদিকে মন্ত্রিত্ব, বিধায়ক পদ, দল ছেড়েছেন শুভেন্দু অধিকারী, তাঁর বিজেপি যোগের জল্পনা তীব্র আকার ধারণ করেছে। সেই মুহূর্তেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন রাজ্যে। এই পরিস্থিতিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় অধিক পরিমাণে সহযোগিতার আর্জি জানিয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিল কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সিআরপিএফ। প্রসঙ্গত দেশের একাধিক গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীদের নিরাপত্তা দায়িত্বে রয়েছেন সিআরপিএফ এর এলিট কমান্ডো বাহিনী।

অন্যদিকে আজ শুক্রবার রাত সাড়ে ১১ টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে চলেছেন কলকাতা বিমানবন্দরে। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী জানা যাচ্ছে যে, আজ রাতে তিনি নিউটাউনের ওয়েস্ট ইন হোটেলে থাকতে চলেছেন। আগামীকাল শনিবার রয়েছে তাঁর বিভিন্ন কর্মসূচি। আগামীকাল, সকাল ৯.৪৫ এ তাঁর বৈঠক এনআইএ আধিকারিকদের সঙ্গে। আগামীকাল দুপুর পৌনে ১ টায় তিনি যেতে চলেছেন বিবেকানন্দ রোডস্থিত স্বামী বিবেকানন্দের পৈত্রিক ভিটেতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর যেতে চলেছেন তিনি পশ্চিম মেদিনীপুর। অন্যদিকে আগামীকাল বেলা ১২ টায় সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দিতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান তাঁর । দেবী মহামায়ার মন্দিরেও পুজো দিতে পারেন তিনি। পশ্চিম মেদিনীপুরের এক কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজন সারতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল।

এরপর আগামীকাল দুপুর আড়াইটায় মেদিনীপুর কলেজ ময়দানে রাজনৈতিক সভায় যোগদান করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল শনিবার রাতে তিনি ফিরে আসবেন কলকাতায়। আগামীকাল রাতে বালিগঞ্জের পার্ক লেনে ও ওয়েস্ট ইন হোটেলে বৈঠক করতে চলেছেন তিনি। আগামী রবিবার বিশ্বভারতীতে যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

সেদিন সকাল সকালে ১০টা ৫০ মিনিটে বোলপুর যাচ্ছেন তিনি। বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ সভা ১১ টার সময়ে। এরপর বীরভূমের বাউল শিল্পীদের সঙ্গে তাঁর মধ্যাহ্নভোজন। ২ টো থেকে ৪ টে পর্যন্ত রোড সো করবেন তিনি। সেদিন হনুমান মন্দির থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত রোড শোতে অংশগ্রহণ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি সাংবাদিক বৈঠক করবেন সেখানে।

আগামী রবিবার অন্ডাল বিমানবন্দর থেকে বিমানযোগে দিল্লি ফিরতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত মাসে বঙ্গ সফর করে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, এখন প্রতিমাসে সফর করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গত সফরের সময় তিনি বিজেপি নেতাদের ২০০ টি বিধানসভা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। এবার তাঁর সফরে কি ঘটতে চলেছে? সেদিকে দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!