এখন পড়ছেন
হোম > জাতীয় > আজ সর্বশক্তি দিয়ে বাংলা ও বাংলার বাইরে খেলা হবে দিবসের আয়োজন করতে চলেছে তৃণমূল

আজ সর্বশক্তি দিয়ে বাংলা ও বাংলার বাইরে খেলা হবে দিবসের আয়োজন করতে চলেছে তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যে কটি স্লোগানের উপরে ভর করে বিধানসভা নির্বাচনে ঝড় তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল, তার মধ্যে অন্যতম হলো খেলা হবে স্লোগানটি। নির্বাচনে জয়লাভের পর আজকের দিনটিকে অর্থাৎ ১৬ ই আগস্ট খেলা হবে দিবস হিসেবে পালন করা হবে বলে, সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রাজ্যে যেমন খেলা হয় দিবস পালন হতে চলেছে। তেমনি রাজ্যের বাইরেও আজ খেলা হবে দিবস পালন করবে তৃণমূল। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, উত্তর প্রদেশ ও গুজরাটেও খেলা হবে দিবসের আয়োজন করতে চলেছে তৃণমূল।

রাজ্যে সরকারি উদ্যোগে খেলা হবে দিবসের আয়োজন হতে চলেছে আজ। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের এই উদ্যোগের বিরোধিতা করা হয়েছে। ১৬ ই আগস্ট দিনটি ইতিহাসে একটি রক্তাক্ত দিন হিসেবে স্মরণীয়। এদিন গ্রেট ক্যালকাটা কিলিং এর মত দুঃসহ ঘটনা ঘটেছিল। তাই এই দিনে খেলা হবে দিবস পালন করলে দাঙ্গার স্মৃতি উস্কে দেয়া হবে বলে, অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে, এই অভিযোগকে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ত্রিপুরাতে আজ খেলা হবে দিবস পালনের উদ্যোগ নিয়েছে তৃণমূল। তৃণমূল কর্মী সমর্থকরা আগরতলার একটি মাঠে খেলা হবে দিবস পালন করতে চলেছেন। আগরতলার উত্তর বনমালীপুরে খেলা হবে স্লোগান ও ফুটবল খেলা শুরু হলো। সেই মিছিলে যোগদান করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, আবিররঞ্জন বিশ্বাস প্রমুখরা। ত্রিপুরাতে খেলা হবে দিবসের এলাহী আয়োজন করতে চলেছে তৃণমূল।

গুজরাটেও খেলা হবে দিবস আয়োজনে সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। গুজরাটের গোধরায় খেলা হবে দিবসের আয়োজন করা হয়েছিল একটি স্কুলের মাঠে। তবে, সম্প্রতি জানা যাচ্ছে যে, স্কুল কর্তৃপক্ষর এতে সম্মতি নেই। স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা পরিস্থিতির কারণে খেলা হবে দিবস পালনের অনুমতি বাতিল করে দেয়া হয়েছে। যার ফলে গুজরাটে যথেষ্ট সমস্যায় পড়েছে তৃণমূল। তৃণমূল বিধায়ক তাপস রায় জানালেন যে, বিজেপি চাপেই স্কুল কর্তৃপক্ষ বাধ্য হয়ে অনুমতি তুলে নিয়েছে। এরপর বিজেপি মত প্রকাশের স্বাধীনতার কথা বলবে ও গণতন্ত্রের কথা বলে যাবে।
অন্যদিকে উত্তরপ্রদেশে লখনৌতে খেলা হবে দিবস পালনের আয়োজন করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

তবে জানা যাচ্ছে, এখনো এর অনুমতি আসেনি প্রশাসনের পক্ষ থেকে। পুলিশ সুপার, জেলা শাসকের কাছে চিঠি দেয়া হলেও এখনও চিঠির জবাব আসেনি। তাই, সেখানেও সমস্যায় পড়তে পারে তৃণমূল। অন্যদিকে, পশ্চিমবঙ্গে আজ একাধিক ক্লাবকে ফুটবল বিতরণ করা হবে বলে, জানা যাচ্ছে। গ্রাম বাংলার মহিলাদের হাতে তৈরি ফুটবল বিতরণ করা হবে। ত্রিপুরাতেও ফুটবল বিতরণ করা হবে একাধিক ক্লাবকে। তৃণমূলের এই উদ্যোগ সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, খেলাটাকে রাজনীতি ও হিংসার খেলায় পরিণত করে দিয়েছে তৃণমূল। রাজ্যে সিন্ডিকেট ও কাটমানির খেলা চলছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!