এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আজ টানটান উত্তেজনায় রায়গঞ্জে ভোট – তৃণমূল না বিজেপি – শেষ হাসি হাসবে কে?

আজ টানটান উত্তেজনায় রায়গঞ্জে ভোট – তৃণমূল না বিজেপি – শেষ হাসি হাসবে কে?

আজ ফের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আজকে উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির ক্ষমতা দখলে রাখাই তৃণমূল কংগ্রেস সমর্থিত আইনজীবীদের কাছে বড় চ্যালেঞ্জ। সূত্রের খবর, শুক্রবার উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির ১৭ টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে বিভিন্ন রাজনৈতিক দল প্রভাবিত আইনজীবীরা ও নির্দল মিলিয়ে মোট ৫০ জন প্রার্থী ১৭ টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বস্তুত, বিগত প্রায় তিন বছর আগে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে তৃণমূল কংগ্রেস সমর্থিত আইনজীবীরা ১৭ টির মধ্যে ১০ টি আসনে জয়ী হলে কংগ্রেস ও বাম সমর্থিত প্রার্থীরা সাতটি আসনে জয়ী হন। তবে এবারে বামেরা তাদের তরফে কোনো প্রার্থী দেয়নি। এবার কংগ্রেস সমর্থিত ১২ জন আইনজীবী লড়াই করছেন। আর তৃণমূল ও বিজেপি সমর্থিত আইনজীবীরা ১৭ টি আসনে প্রার্থী দিয়েছেন। ইতিমধ্যেই সেই নির্বাচন উপলক্ষে বিভিন্ন দলই প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছে।

তবে শেষ পর্যন্ত এই উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশন কাদের দখলে যায়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে‌। উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশন সূত্রের খবর, শুক্রবার এই বারের মোট ৩২৪ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী শনিবার এর ফলাফল জানা যাবে। তবে নির্বাচনের আগাম আভাসে ঠিক কি বোঝা যাচ্ছে? কার দখলে থাকবে এই বার অ্যাসোসিয়েশনের কর্তৃত্ব?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, বিগত নির্বাচনে এই বিজেপি সমর্থিত আইনজীবীরা মাত্র তিনটি আসনে প্রার্থী দিলেও তাঁরা একটি আসনেও তারা জয়লাভ করতে পারেনি। কিন্তু এবারের নির্বাচনে বিজেপি সমর্থিত আইনজীবীরা সব আসনে প্রার্থী দিয়ে সেই বার অ্যাসোসিয়েশনের দখলের স্বপ্ন দেখতে শুরু করেছেন। এদিন এই প্রসঙ্গে বিজেপি সমর্থিত আইনজীবীদের পক্ষে অমিত সাহা ও পার্থকিশোর ভট্টাচার্য বলেন, “আমরা ক্ষমতায় এলে বারে ই লাইব্রেরী, সস্তায় ক্যান্টিন, মহিলা আইনজীবীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের ব্যবস্থা করব।”

অন্যদিকে এই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের জেলা চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস বলেন, “বিগত নির্বাচনে আমরা ১০ টি আসনে জয়ী হয়েছিলাম। এবারের নির্বাচনে আমাদের আসন সংখ্যা বৃদ্ধি পাবে। গত কয়েক বছরে আমরা আইনজীবীদের স্বার্থে যেভাবে কাজ করেছি, তাতে আমরা সিংহভাগ আইনজীবীর সমর্থন পাচ্ছি। বিজেপি প্রভাবিত প্রার্থীরা আইনজীবীদের পাশে কোনওদিন দাঁড়ায়নি।”

তিনি আরও জানান, “আমরা ক্ষমতায় এলে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আইনজীবীদের স্বাস্থ্যবিমার আওতায় আনা, ওয়েলফেয়ার ফান্ডের মাধ্যমে অনেক বেশি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। বার অ্যাসোসিয়েশনের দোতলায় এসি রুম করা, সস্তায় ক্যান্টিন করা, মহিলা আইনজীবীদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করার উদ্যোগ গ্রহণ করা হবে।”

অন্যদিকে এই ব্যাপারে কংগ্রেস প্রভাবিত ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের রায়গঞ্জ ইউনিট সম্পাদক নারায়ণচন্দ্র ঘোষ বলেন, “আমরা সব সময় আইনজীবীদের পাশে থেকেছি। তাই আমাদের প্রার্থীরাই ভালো ফল করবেন।” সব মিলিয়ে এখন রায়গঞ্জে নির্বাচনে বার অ্যাসোসিয়েশনের দখল ঠিক কারা নেয়, সেদিকেই তাকিয়ে সকলে। লোকসভায় এখানে গেরুয়া ঝড়ের প্রভাব এই নির্বাচনে বজায় থাকে, নাকি তৃণমূল ঘুরে দাঁড়ায় নাকি কংগ্রেস পুরোনো গড় ফিরে পায় – সেদিকেই এখন নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!