এখন পড়ছেন
হোম > রাজ্য > আজ থেকে বাড়ানো হলো লোকাল ট্রেনের সংখ্যা হাসি চওড়া আমজনতার

আজ থেকে বাড়ানো হলো লোকাল ট্রেনের সংখ্যা হাসি চওড়া আমজনতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আনলক পর্বে অন্যান্য পরিষেবা চালু হলেও লোকাল ট্রেন পরিষেবা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। অবশেষে গত ১১ ই নভেম্বর থেকে লোকাল ট্রেন পরিষেবা শুরু হয়। তবে প্রয়োজনের তুলনায় অনেক কম সংখ্যক লোকাল ট্রেন চালানো হতো। অর্ধেক সংখ্যক লোকাল ট্রেন চালানো হতো সেসময়ে। এরপর একটু একটু করে বিভিন্ন শাখায় লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো হয়।

আজ থেকে আরও ২০৬ টি ট্রেন চলতে শুরু করল শিয়ালদা ডিভিশন। গতকাল পর্যন্ত শিয়ালদা মেন উত্তর ও দক্ষিণ শাখা মিলিয়ে মোট ৬৫৪ টি ট্রেন চলাচল করতো। যা আজ থেকে হলো ৮৬০। আজ ট্রেন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে লেডিস স্পেশাল ট্রেন গুলিও পূর্বের মত চালু করা হচ্ছে। করোনা সংক্রমণের পূর্বে শিয়ালদা ডিভিশনে মোট ৯১৫ টি লোকাল ট্রেন চলাচল করত, এখন চলবে ৮৬০ টি । তাই এবার থেকে প্রায় স্বাভাবিক হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা সংক্রমনের সময় লোকাল ট্রেন চালু করা হলেও এক মাসে করোনার সংক্রমণ সেভাবে বৃদ্ধি পায়নি। বরং, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গতেও করোনা সংক্রমণ পূর্বের তুলনায় কম রয়েছে। এ কারণে রেল পরিষেবা বৃদ্ধি করা হলো। ইতিপূর্বে শুধু সকাল ও বিকেলে বেশি রেল চলায়, অনেক সময় ট্রেন পেতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হতো যাত্রীদের। এবার, এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন যাত্রীরা। সকাল-দুপুর-বিকেল-রাত প্রায় সব সময়ই পুরনো ছন্দে ফিরছে চলেছে লোকাল ট্রেন।

প্রসঙ্গত শিয়ালদা ডিভিশনের মেইন শাখার ব্যারাকপুর, নৈহাটি, রানাঘাট, গেদে কৃষ্ণনগর শান্তিপুর, শিয়ালদা উত্তরের বনগাঁ, হাসনাবাদ, শিয়ালদা দক্ষিনের ডায়মন্ড হারবার, ক্যানিং, বজবজ সহ সমস্ত স্টেশনের ট্রেন সংখ্যা বাড়ানো হলো। আবার পূর্বের গালোপিং ট্রেনগুলিকেও আগের অবস্থায় ফিরিয়ে আনা হচ্ছে। চলবে ১২ টি মহিলা ট্রেন। এভাবে লোকাল ট্রেনের সংখ্যা বৃদ্ধিতে হাসি ফুটেছে আমজনতার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!