এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজব উপায়ে দলত্যাগীদের কটাক্ষ ও বিজেপিকে চ্যালেঞ্জ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর

আজব উপায়ে দলত্যাগীদের কটাক্ষ ও বিজেপিকে চ্যালেঞ্জ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের প্রাক্কালে দিনে দিনে দলে অত্যন্ত সক্রিয় ভূমিকা গ্রহণ করছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। তাঁর ক্ষুরধার বক্তব্যের জন্য তিনি যথেষ্ট পরিচিত। কখনো নরম, কখনো গরম বিভিন্ন ভঙ্গিতে, বিভিন্ন বক্তব্য নিয়ে তাঁকে জনতার সামনে আসতে দেখা যায়। তৃণমূলের এই পোড়খাওয়া রাজনীতিবিদকে এবার কুমড়ো হাতে গান গাইতে দেখা গেল। নিজেই গান রচনা, সুর সংযোগ করে, নিজেই গান গাইলেন মদন মিত্র।

আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বারবার নানাভাবে মানুষের সামনে আসছেন মদন মিত্র। বারবার করে ফেসবুক লাইভেও আসতে দেখা যাচ্ছে তাঁকে। ফেসবুক লাইভে এসে তাঁর ফ্যান, ফলোয়ারদের প্রতি নানারকম বক্তব্য রাখছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। সভাতেও বিভিন্ন রকম বক্তব্য রাখতে দেখা যাচ্ছে তাঁকে। তাঁর নানাবিধ বক্তব্য নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে রাজ্যের রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কখনো তিনি বিজেপি নেতাদের আক্রমণ করেছেন। আবার কখনোবা তৃণমূলের দলত্যাগীদের কটাক্ষ করেছেন, তাঁদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, আগামী নির্বাচনে তাঁদের চ্যালেঞ্জ জানাচ্ছেন। এবার নিজেই গান রচনা করে গান গাইলেন মদন মিত্র। গানের সুর সংযোজন করা থেকে শুরু করে সবকিছুই তিনি নিজে করলেন। সবুজ পাঞ্জাবী ও জহর কোট পরে একেবারে নায়কের সাজে হাতে কুমড়ো নিয়ে গান গাইলেন মদন মিত্র।

বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় মদন মিত্র গাইলেন, “‌কুমড়ো গুলো ফুলো ফুলো প্রচুর দামে বিক্রি হল, সঙ্গে কিছু ঢেঁড়শ, মুলো” অর্থাৎ, এরমাধ্যমে কটাক্ষ করলেন দল বদলুদের। আবার এই গানেই তিনি বিজেপিকে কটাক্ষ করে বললেন,”কোটি টাকার কুমড়ো কিনে জিতবি বলে ভাবলি।” আবার, গানের শেষে তিনি বললেন ‘লাভলী’। এই শব্দের ব্যবহারের মাধ্যমে তিনি কটাক্ষ ও চ্যালেঞ্জ দিলেন বিজেপিকে, বলেই মনে করছেন অনেকে।

একেবারে নায়কের ভঙ্গিতে হাতে কুমড়ো নিয়ে অভিনব কায়দায় বিজেপিকে ও দলত্যাগীদের কটাক্ষ করলেন মদন মিত্র। তাঁর এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় অল্পসময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। নির্বাচনের পূর্বে তাঁর এই অভিনব জনসংযোগ আকৃষ্ট করেছে সাধারণ মানুষকে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!