এখন পড়ছেন
হোম > জাতীয় > অজয় চক্রবর্তী কি এবার বিজেপিতে? অমিত শাহ এবার অজয় চক্রবর্তীর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান শ্রুতিনন্দনে , বাড়ছে জল্পনা !

অজয় চক্রবর্তী কি এবার বিজেপিতে? অমিত শাহ এবার অজয় চক্রবর্তীর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান শ্রুতিনন্দনে , বাড়ছে জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনকে বিজেপি পাখির চোখ হিসেবে দেখতে শুরু করেছে। নির্বাচনের প্রাক্কালে বিজেপি রাজ্যের বিভিন্ন বুদ্ধিজীবীদের বিজেপি দলে টানার বিশেষ প্রচেষ্টা চালাচ্ছে। আবার আগামী বিধানসভা নির্বাচনের লড়াইতে বিজেপিকে যে সমস্যাগুলির মধ্যে পড়তে হচ্ছে, তার মধ্যে একটি হলো উপযুক্ত মুখের অভাব। কাকে করা হবে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী? তা এখনো ঠিক করতে পারিনি বিজেপি। এরমধ্যেই শুরু হলো স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর। দুদিনের সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাক্ষাৎ করলেন পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে।এর পর থেকেই পণ্ডিত অজয় চক্রবর্তীর বিজেপিতে যাওয়া নিয়ে জল্পনা শুরু হলো।

আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দক্ষিণেশ্বর মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। সে সময় তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, সাংসদ বাবুল সুপ্রিয়, অনুপম হাজরা সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। মন্দিরে বাঙালির বেশে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানালেন অগ্নিমিত্রা পল সহ রাজ্য বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। পুজো শেষে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ” এই ভূমি শ্রীরামকৃষ্ণ, শ্রীচৈতন্যের। বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনতে হবে। তোষণের রাজনীতিতে ঐতিহ্য ক্ষুণ্ন হচ্ছে। বাংলার এই ভূমি পবিত্রভূমি। বাংলাবাসীকে বলব একজোট হয়ে দায়িত্বপালন করুন। মা কালীর কাছে গোটা দেশ তথা বাংলার মঙ্গল কামনা করেছি। মোদির নেতৃত্বে দেশ সেরার সেরা হবে তাই চাই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পর, মন্দির থেকে বেরিয়ে পণ্ডিত অজয় চক্রবর্তীর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান শ্রুতিনন্দনের উদ্দেশ্যে যাত্রা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বেলা ১২ টায় শ্রুতিনন্দনে এসে পৌছলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পণ্ডিত অজয় চক্রবর্তী শ্রুতিনন্দনে তাঁকে স্বাগত জানালেন। পণ্ডিত অজয় চক্রবর্তী এছাড়াও শ্রুতি নন্দনে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা অর্জুন সিং, সব্যসাচী দত্ত প্রমুখরা। সেসময় অমিত শাহের সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় প্রমুখরা। শ্রুতিনন্দনে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন প্রসঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তী পূর্বে জানিয়েছেন, ” আমন্ত্রণ করিনি। আসতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি তাঁকে স্বাগত জানাব।”

এভাবে, পণ্ডিত অজয় চক্রবর্তীর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান শ্রুতিনন্দনে স্বরাষ্ট্র মন্ত্রীর আগমন ও তাঁর আগমনের পর পণ্ডিত অজয় চক্রবর্তীর তাঁকে স্বাগত জানান। এই ঘটনার পর জল্পনা ছড়াতে শুরু করেছে যে, এবারে কি পণ্ডিত অজয় চক্রবর্তী বিজেপিতে যোগ দিতে চলেছেন। তবে এ বিষয়ে পণ্ডিত অজয় চক্রবর্তী কিছু জানাননি। এদিকে, গতকাল বৃহস্পতিবার বাঁকুড়ায় গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন। জনৈক আদিবাসী ব্যক্তির বাড়িতে মধ্যাহ্ন ভোজন করে ছিলেন।বাঁকুড়াতে ছিল তাঁর একাধিক পরিকল্পনা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর শেষ হলে পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের দুই ব্যাটালিয়নের মোট ১৪ কোম্পানি সরে গিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!