এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজই বিজেপিতে যাচ্ছেন তৃণমূলের প্রথম দিকের হেভিওয়েট নেতা, সামনে এলো বিস্ফোরক তথ্য!

আজই বিজেপিতে যাচ্ছেন তৃণমূলের প্রথম দিকের হেভিওয়েট নেতা, সামনে এলো বিস্ফোরক তথ্য!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল শিবিরে এখন যেদিকে তাকানো যাচ্ছে, সেদিকেই দেখা যাচ্ছে চলছে ভাঙনের রাজনীতি। নেতা-মন্ত্রীরা তো দল ছাড়ছেনই, একই সাথে এবার পদত্যাগ করছেন একের পর এক বিভিন্ন কর্মাধ্যক্ষরা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরও আটকাতে পারছেনা এই দলত্যাগের হিড়িক। বুধবার বিকেলে তৃণমূল নেত্রীর সভার পরেই জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষর পদ থেকে সরে দাঁড়ান রতন ঘোষ।

এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল শিবিরেই। একের পর এক পদত্যাগ তৃণমূল শিবিরকে যে ব্যাপক চাপের মুখে ফেলেছে, সে কথা বলাই বাহুল্য। আর এবার নতুন খবর। তৃণমূল থেকে বেরোনোর পর আজ বিজেপিতে যোগ দিতে চলেছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদ্য পদত্যাগকারী কর্মাধ্যক্ষ রতন ঘোষ। সূত্রের খবর, তাঁর সাথে বনগাঁ তথা উত্তর 24 পরগনার আরো বেশ কয়েকজন তৃণমূল নেতা গেরুয়া শিবিরে ঢুকতে চলেছেন বলে জানা যাচ্ছে।

উত্তর 24 পরগনার তৃণমূলের দীর্ঘদিনের নেতা হিসেবে কাজ করেছেন রতন ঘোষ। পার্থ ভৌমিক, সব্যসাচী দত্তর আগে জেলা যুব তৃণমূল সভাপতি হিসেবে কাজ করে গেছেন রতন ঘোষ। 2018 সালের সন্দেশখালি 1 ব্লকের 45 নম্বর জেলা পরিষদের আসন থেকে তৃণমূলের টিকিটে জিতে জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হিসেবে যোগ দেন রতনবাবু। বনগাঁ অঞ্চলের যথেষ্ট জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত রতন বাবু। তবে রাজনীতির অলিন্দে কান পাতলে শোনা যাচ্ছে অন্য খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কানাঘুষো খবর আসছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বনিবনা না হওয়ার কারণে দল ছাড়তে বাধ্য হলেন রতন ঘোষ। দীর্ঘদিন ধরেই দলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল রতন ঘোষের বলে শোনা যাচ্ছে। সম্প্রতি বনগাঁর তৃণমূলের পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি তৈরি হলে তাতে রতন ঘোষকে কোন পদেই রাখা হয়নি। এই নিয়েই শুরু হয়েছিল ক্ষোভ। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবিরে যেভাবে একের পর এক নেতা মন্ত্রী দল ভেঙে বেরিয়ে যাচ্ছেন তাতে তৃণমূলের দুর্বলতা এবার প্রকাশ্যে এসে পড়ছে।

প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে গিয়েছিল তৃণমূল। সেক্ষেত্রে তৃণমূলের রতন ঘোষের মত জনপ্রিয় নেতা যদি গেরুয়া শিবিরে যোগ দেন, তাহলে অবশ্যই বনগাঁ অঞ্চলে বিজেপি যে যথেষ্ট শক্তি সঞ্চয় করবে বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সেকথা অনস্বীকার্য। একইসাথে তৃণমূলের হেভিওয়েট নেতারা দল ছেড়ে বিজেপিতে এলে তাতে বিজেপির হাত শক্ত করা হবে বলে মনে করা হচ্ছে। বিজেপিও সেই অনুযায়ী হিসাব নিকাশ করছে বলেই দাবী রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!