এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আজই ঘোষণা হতে পারে প্রথম প্রার্থী তালিকা, প্রার্থী ঘোষণাতেও কি তৃণমূলের আগে বিজেপি?

আজই ঘোষণা হতে পারে প্রথম প্রার্থী তালিকা, প্রার্থী ঘোষণাতেও কি তৃণমূলের আগে বিজেপি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজ্য বিজেপির নেতারা ইতিমধ্যেই দিল্লি উড়ে গিয়েছেন। নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর যে প্রার্থী তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের নেতাদের মধ্যে, তা ইতিমধ্যেই পরিষ্কার। তবে প্রতিবার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার দিনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার তা হচ্ছে না। বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, আগামী শুক্রবার রাজ্যের 294 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন তৃণমূল নেত্রী। কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই কি এবার প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে ভারতীয় জনতা পার্টি?

বিশেষ সূত্র মারফত খবর, বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক রয়েছে। আর সেই বৈঠকের পর এই প্রথম দুই দফার নির্বাচনের 60 টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির। সূত্রের খবর, বিজেপির নির্বাচনী কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি সহ দলের একাধিক শীর্ষ নেতা।

অন্যদিকে এই বৈঠকে রাজ্যের তরফে উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ থেকে শুরু করে মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট নেতারা। এছাড়াও বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন এবং শিবপ্রকাশের মত নেতাদের উপস্থিত থাকার কথা। আর সেই বৈঠকের পরই বিজেপি তাদের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিতে পারে বলে খবর। সেদিক থেকে বিজেপি যদি আজ প্রার্থী তালিকা প্রকাশ করে দেয়, তাহলে তৃণমূলের দিক থেকে প্রার্থী তালিকা ঘোষণায় বিজেপি যে অনেকটাই এগিয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “রাজ্য বিজেপির পক্ষ থেকে আসন পিছু দুই থেকে পাঁচ জনের নাম সহ একটি খসড়া তালিকা দিল্লীতে পাঠানো হয়েছে‌। আজ বৈঠকের পর প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। এখনও পর্যন্ত একাধিক নাম এসেছে। এর মধ্যে থেকে বাছাই পর্ব চলছে। প্রথম দুটি দফা যে যে কেন্দ্রগুলোতে হবে, তার প্রার্থী তালিকা প্রস্তুত করা হয়েছে। বাকিটা বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন।”

অর্থ্যাৎ আজ বৈঠকের পর বিজেপির পক্ষ থেকে প্রথম দুই দফা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা যে প্রবল, তা বলাই যায়। তবে বিজেপির প্রার্থী তালিকায় যথেষ্ট চমক থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। সব মিলিয়ে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিজেপি তাদের যোদ্ধাদের নাম ঘোষণা করে দেয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!